আজ ওরা ভালো ব্যাট করেছে তাই আমরা হেরেছি: মাহমুদউল্লাহ

পাকিস্তান- বাংলাদেশের খেলা মানেই টানটান উত্তেজনা। খেলার মাঠে কোন দলই হার মেনে নিতে চায়না। তবে শেষ হাসি হাঁসতে হয় যে কোন এক দলকেই।

নতুন খবর হচ্ছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতা শেষে ঘরের মাঠ মিরপুর শেরে বাংলায় পাকিস্তানের বিপক্ষে পরাজয় দিয়ে সিরিজ শুরু করল বাংলাদেশ। আজ শুক্রবার প্রথম ম্যাচ পাকিস্তান জিতে নিয়েছে ৪ উইকেটে। এক পর্যায়ে ম্যাচ নিয়ন্ত্রণে নিয়েও আর ধরে রাখতে পারেনি মাহমুদউল্লাহ রিয়াদের দল। ম্যাচ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আজ ওরা ভালো ব্যাটিং করেছে শেষের দিকে, এ কারণে হয়নি (জয়)।’

লড়াই জমিয়েও দলের পরাজয়ে হতাশ হওয়াটাই স্বাভাবিক। মাহমুদউল্লাহকেও বিধ্বস্ত মনে হচ্ছিল। তবু হতাশার প্রশ্নে তিনি আবেগ আড়াল করে বললেন, ‘না আমি হতাশ নই। সব বোলারই ভালো বোলিং করেছে। শেষের দিকে অনেক সময় এরকম হতেই পারে। একটা ওভারে বেশি রান হয়ে যায়। ব্যাটসম্যানরাও ওই সময় চেষ্টা করছিল, কয়েকটা ভালো শটও খেলেছে ওরা। তবে মুস্তাফিজ ভালো ব্যাটিং করেছে। পরে ওরা ভালো পার্টনারশিপ করেছে তাই।’

ক্রিকেটবোদ্ধারা সন্দেহ পোষণ করলেও সাইফ হাসানকে দলে নেওয়া হয়েছিল। অন্যদিকে লেগ স্পিনার আমিনুল ইসলামকে দলে নিলেও আজ তাকে বোলিং দেওয়া হয় শেষ ওভারে। এই দুটি বিষয় ব্যখ্যা করেন অধিনায়ক, ‘সাইফের টেকনিক নিয়ে বেশি কিছু বলতে পারব না। কারণ আমি মনে করি, সাইফের টেকনিক খুব ভালো। আজ ওর প্রথম ম্যাচ। যে কারোরই খারাপ হতে পারে। আশা করি সে কামব্যাক করতে পারবে। বিপ্লবকে বোলিং করানোর পরিকল্পনা ছিল। তবে যেহেতু দুজন বাঁহাতি ব্যাটসম্যান ছিল, তাই আমাকে বোলিং করতে হয়।’