আজ জিতলেই সেমিফাইনালে উঠবে অস্ট্রেলিয়া

চলতি বিশ্বকাপে ১ নম্বর গ্রুপে আজ বিকেলে নিজেদের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। এই ম্যাচে জয় পেলেই ইংল্যান্ডের সঙ্গী হয়ে সেমিফাইনালে উঠবে অজিরা। তবে হেরে গেলে এবং দিনের অপর ম্যাচে দক্ষিণ আফ্রিকা জয় পেলে বিদায় নিতে হবে স্মিথ-ওয়ার্নারদেরকে।

তবে তাদের আজকের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ জিতুক কিংবা হারুক তাতে কিছু আসে-যায় না। তাদের বিদায় ইতোমধ্যে নিশ্চিত হয়ে গেছে। অন্যদিকে দুর্দান্ত ফর্মে থাকা ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা জয় পাবে সেটার পক্ষে বাজি ধরার লোক কমই আছে।

আজ যদি অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা দুটো দলই হেরে যায় তাহলে নেট রান রেটে এগিয়ে থাকবে যে দল তারা যাবে সেমিফাইনালে।

আর সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার সুযোগ বেশি। ৪ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৬ পয়েন্ট। আগের ম্যাচে বাংলাদেশকে উড়িয়ে দিয়ে নেট রান রেট তারা বাড়িয়ে রেখেছে। তাদের রান রেট এখন ১.০৩১। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার পয়েন্ট সমান ৪ হলেও তাদের নেট রান রেট ০.৭৪২।

এদিকে অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারোন ফিঞ্চ সমীহ করতে ভুলেননি উইন্ডিজকে, ‘ওয়েস্ট ইন্ডিজ খুবই ভয়ঙ্কর দল। তাদের বিপক্ষে খেলে আমরা সেটা দেখেছি। তবে এবারের বিশ্বকাপ থেকে তারা ইতোমধ্যে বিদায় নিয়েছে। এই ম্যাচে তাদের হারানোর কিছু নেই। সে কারণে আজকের ম্যাচটি আরও চ্যালেঞ্জিং আমাদের জন্য।’