আফগানিস্তানকে ২১১ রানের টার্গেট দিল ভারত

আফগানিস্তানের বিপক্ষে বাঁচা মরার লড়াইয়ের ম্যাচে উড়ন্ত সূচনা করেছে ভারত। পাওয়ার প্লের ৬ ওভারে রোহিত শর্মা ও লোকেশ রাহুল স্কোর বোর্ডে ৫৩ রান তুলেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি সপ্তম আসরের ৩৩তম ম্যাচে মুখোমুখি ভারত-আফগানিস্তান। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।

টস জিতে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দলকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবী।

বিশ্বকাপের সেমিফাইনালে যেতে হলে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই ভারতের।

নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হেরে কঠোর সমালোচনার মুখে পড়ে যায় ভারত। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে সেমিফাইনালের আগেই বিদায়ের শঙ্কায় পড়ে যায় বিরাট কোহলিরা।

এখন নিজেদের শেষ তিন ম্যাচে আফগানিস্তান, স্কটল্যান্ড ও নামিবিয়ার বিপক্ষে বড় ব্যবধানে জয়ের পাশাপাশি অন্য ম্যাচের দিকেও তাকিয়ে থাকতে হবে কোহলিদের।

অতীত সমীকরণ ও অভিজ্ঞতায় আফগানদের চেয়ে একধাপ এগিয়ে ভারত। তবে চলতি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে আছে আফগানরা।

শেষ খবর পাওয়া পর্যন্ত, আফগানিস্তানকে রানের টার্গেট ২১১ দিয়েছে ভারত।