আফিফের বিদায়, ফিফটির পথে নাঈম

শামিমের ফেরার পর আফিফকে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যান নাঈম। ভালো ব্যাটিংয়ে ইনিংস শুরু করলেও পঞ্চদশ ওভারে উইকেট হারান আফিফ।
উসমান কাদিরের দ্বিতীয় শিকার হয়ে ব্যক্তিগত ২০ রানে উইকেট হারান তিনি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ উইকেট বাংলাদেশের সংগ্রহ ৯৬ রান।

এর আগে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দু’টিতেই হেরে সফরকারী পাকিস্তানের বিপক্ষে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। শেষ ম্যাচে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় নাজমুল হাসান শান্ত। অভিষিক্ত শাহনেওয়াজ দাহানির দারুন বোলিংয়ে বোল্ড হয়ে ব্যক্তিগত ৫ রানে সাঝঘরে ফেরেন তিনি। এরপর ব্যাট করতে নেমে দলের হাল ধরেন শামিম হোসাইন। কিন্তু বেশিক্ষণ থিতু হতে পারেননি তিনি। অষ্টম ওভারে উসমান কাদিরের বলে ব্যক্তিগত ২২ রান নিয়ে উইকেট হারান তিনি।