আবারও টি টোয়েন্টির রাজা বাবর আজম

পাকিস্তানের ক্রিকেটকে আজকের এই উচ্চ পর্যায়ে নিয়ে আসতে যে কয়জন ক্রিকেটার সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাঁর মধ্যে বাবর আজম অন্যতম। এই পর্যন্ত অনেক রেকর্ড নিজেদের করে নিয়েছেন এই তারকা ক্রিকেটার।

নতুন খবর হচ্ছে, বিশ্বকাপে চলাকালে আবারও টি-টোয়েন্টি র‍্যাংকিং তালিকা হালনাগাদ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। হালনাগাদকৃত র‍্যাংকিংয়ে তিন ক্যাটাগরিতেই শীর্ষস্থানে এসেছে পরিবর্তন।

ব্যাটারদের ক্যাটাগরিতে ইংল্যান্ডের ডেভিড মালানকে টপকে শীর্ষস্থান দখল করেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। এ নিয়ে ষষ্ঠবারের মত টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের শীর্ষে উঠলেন বাবর। বর্তমানে ওয়ানডেতেও তিনি শীর্ষ ব্যাটার।

এ মুহূর্তে মালানের চেয়ে ৩৬ পয়েন্ট ব্যবধানে এগিয়ে আছেন বাবর। ইংল্যান্ডের জস বাটলার শতক হাঁকিয়ে এগিয়েছেন ৮ ধাপ। ৫ ধাপ এগিয়েছেন জেসন রয়।

বোলারদের র‍্যাংকিংয়ে তাবরাইজ শামসিকে হটিয়ে প্রথমবারের মত শীর্ষে উঠেছেন লঙ্কান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। আফগানিস্তানের রশিদ খানকে টপকে ইংল্যান্ডের আদিল রশিদ উঠেছেন তৃতীয় স্থানে। রাজসিক উত্থান ঘটেছে অ্যানরিখ নরকিয়ার, ১৮ ধাপ এগিয়ে ঢুকেছেন শীর্ষ দশে।