আবারও টয়লেট পরিষ্কার করতে হবে ভারতীয় ক্রিকেটারদের

ভারত-নিউজিল্যান্ড এর খেলা মানেই টানটান উত্তেজনা। খেলার মাঠে কোন দলই হার মেনে নিতে চায়না। তবে শেষ হাসি হাঁসতে হয় যে কোন এক দলকেই।

নতুন খবর হচ্ছে, পাকিস্তানের বিপক্ষে হেরে বিশ্বকাপ মিশন শুরু করার পর বাকি চার ম্যাচে জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছিল নিউজিল্যান্ড। শেষ চারের দ্বৈরথে তারা হারিয়েছে ইংল্যান্ডকেও। রোববার (১৪ নভেম্বর) ফাইনাল খেলে বিশ্বকাপ শেষ হবে কিউইদের।

তবে তারপরও বিশ্রামের খুব একটা সুযোগ নেই। আরব আমিরাত থেকেই ভারতের বিমানে চড়বে কেন উইলিয়ামসনরা। কেননা, টিম ইন্ডিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি এবং টেস্ট সিরিজ খেলার কথা রয়েছে তাদের।

এদিকে, করোনা পরিস্থিতি নাগালে আসলেও এখনো খেলাধুলাসহ সর্বত্র নিয়মের বেড়াজাল। কঠোর বায়োবাবল মেনেই সিরিজ খেলতে হবে ভারত-নিউজিল্যান্ডকে।

জানা গেছে, জৈব সুরক্ষা বলয়ের কারণে কানপুর টেস্টে জামাকাপড় এমনকি টয়লেটও সাফ করতে হবে দুই দলের খেলোয়াড়দের।

কারণ ক্রিকেটারদের স্বাস্থ্যসুরক্ষার কথা বিবেচনা করে হোটেলে কোনো পরিচ্ছন্নতাকর্মীকে প্রবেশ করতে দেওয়া হবে না। যে কারণে ক্রিকেটারদের নিজেদের কাজ নিজেদেরই করতে হবে।