আবারও ব্যাট হাতে নিজেকে প্রমাণ করলেন ইমরুল

বাংলাদেশের ক্রিকেটকে আজকের এই উচ্চ পর্যায়ে নিয়ে আসতে যে কয়জন ক্রিকেটার সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাঁর মধ্যে ইমরুল অন্যতম। এই পর্যন্ত অনেক রেকর্ড নিজেদের করে নিয়েছেন এই তারকা ক্রিকেটার।

নতুন খবর হচ্ছে, ফর্মে থাকা মেহেদী হাসান মিরাজ আরেকটি ফিফটি পেয়েছেন। রান পেয়েছেন ইমরুল কায়েসও। তার রানও ফিফটি ছাড়িয়েছে। তবে ইমরুল আটকে গেছেন ৭৬ রানে। মিরাজ অপরাজিত আছেন ৭২ রানে। তাদের অবদানে রংপুরের বিপক্ষে লড়াই করেছে খুলনা। সিলেট একাডেমি মাঠে ৯ উইকেট হারিয়ে খুলনার রান ২৫৭।

মিরাজের সঙ্গে অপরাজিত আছেন আব্দুল হালিম। তাদের জুটিতে খুলনার রান কোথায় গিয়ে পৌঁছায় সেটাই দেখার। টস জিতে ব্যাটিং করতে নেমে বাজে শুরু হয়েছিল খুলনার। ১ রানে সাজঘরে ফেরেন অমিত মজুমদার। আরেক ওপেনার এনামুল হক বিজয়ের ব্যাট থেকে আসে ২৩ রান। একাদশে ফিরে তুষার ইমরান খুলতে পারেননি রানের খাতা। অধিনায়ক মিঠুন ব্যর্থতার বৃত্তে আটকা। মাত্র ১৯ রান করেন তিনি। এছাড়া নাহিদুল ৮ ও জিয়াউর রহমান ১০ রান করেন।

ইমরুল একপ্রান্ত আগলে ব্যাটিং চালিয়ে গেলেও চা-বিরতির ঠিক আগে আউট হন। আলাউদ্দিন বাবুর বলে ৭৬ রানে উইকেটের পেছনে ক্যাচ দেন। মিরাজ এরপর একাই টেনেছেন খুলনার ইনিংস। ১০১ বলে ৮ চার ও ২ ছক্কায় ৭২ রানে অপরাজিত আছেন। শেষ উইকেটে সেঞ্চুরির ল্যান্ডমার্ক স্পর্শ করতে পারেন কি না দেখার। বল হাতে বাবু ও শুভ ৩টি করে উইকেট পেয়েছেন।