আমন্ত্রণ পাননি কোচ, তাই গোটা দলকে অনুষ্ঠানে যেতে দেননি ধোনি

ভারতের ক্রিকেটকে আজকের এই উচ্চ পর্যায়ে নিয়ে আসতে যে কয়জন ক্রিকেটার সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাঁর মধ্যে ধোনি অন্যতম।

নতুন খবর হচ্ছে, ভারতের বিশ্বকাপজয়ী কোচ গ্যারি কার্স্টেনের সাথে তৎকালীন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির ভালো সম্পর্কের কথা ক্রিকেট মহলে সবাই জানে। সেই গ্যারির জন্য একটা গোটা অনুষ্ঠান বাতিল করেছিলেন ধোনি। যেতে দেননি দলের কোনো সদস্যকে। সেই ঘটনার কথা জানিয়েছেন গ্যারি নিজেই।

সম্প্রতি ইউটিউবে একটি সাক্ষাৎকারে ধোনির সাথে তার সম্পর্ক নিয়ে বলতে গিয়ে পুরনো কথা টেনে আনেন গ্যারি।

তিনি বলেন, ‘বিশ্বকাপের ঠিক আগে বেঙ্গালুরুতে একটি বিমান প্রশিক্ষণ স্কুলের অনুষ্ঠানে ভারতীয় দলকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সবাই সেখানে যাওয়ার জন্য মুখিয়ে ছিল। কিন্তু অনুষ্ঠানের দিন সকালে জানানো হয়, আমি, প্যাডি আপটন ও এরিক সিমন্স সেখানে যেতে পারব না। নিরাপত্তার জন্যই এই সিদ্ধান্ত নেন উদ্যোক্তারা। তার পরেই ধোনি জানিয়ে দেয়, আমরা না গেলে গোটা দল অনুষ্ঠানে যাবে না।’

চ্যাম্পিয়ন্স ট্রফি কেন পাকিস্তানে, ব্যাখ্যা আইসিসি-র, বিরাটদের নিয়ে অপরিষ্কার বার্তা তাদের যে সম্মান ধোনি করেছিলেন তা কোনো দিন ভুলতে পারবেন না বলে জানিয়েছেন গ্যারি। তিনি বলেন, ‘আমি কোনো দিন সে কথা ভুলতে পারব না। ধোনি বলেছিল, ওরা আমাদের দলের সদস্য। তাই যদি ওরা না যেতে পারে তা হলে আমরাও কেউ যাব না।’