আমরা আত্মবিশ্বাসী পাকিস্তানের বিপক্ষে জিততে পারবঃ ফিঞ্চ

পাকিস্তান- অস্ট্রেলিয়ার খেলা মানেই টানটান উত্তেজনা। খেলার মাঠে কোন দলই হার মেনে নিতে চায়না। তবে শেষ হাসি হাঁসতে হয় যে কোন এক দলকেই।

নতুন খবর হচ্ছে, ভারতের বিপক্ষে শাহীন শাহ আফ্রিদিই ম্যাচ জয়ের ভিত গড়ে দিয়েছিলেন। পরের ম্যাচগুলোতেও তার দারুণ বোলিং প্রতিপক্ষকে হিমশিম খেতে বাধ্য করছে, বিশেষ করে পাওয়ার প্লেতে। সেমিফাইনালের প্রতিপক্ষ অস্ট্রেলিয়াও তাকে নিয়ে ভাবছে। ইনিংসের প্রথম ৬ ওভারে ২১ বছর বয়সী বাঁহাতি ফাস্ট বোলারকে মোকাবিলায় বিশেষ পরিকল্পনা করেছেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

পাওয়ার প্লেতে ভালো একটা সংগ্রহ হতে পারে দলের সাফল্যের চাবিকাঠি, বললেন ফিঞ্চ। বুধবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার অধিনায়ক বললেন, ‘আমি মনে করি টুর্নামেন্টের পুরোটা জুড়ে আমরা যা দেখলাম তাতে বোঝা গেছে ব্যাটিং-বোলিং দুটোতেই পাওয়ার প্লে কতটা গুরুত্বপূর্ণ।’

ফিঞ্চ আরো বলেন, ‘মাঝের ও ডেথ ওভারগুলোতে পরিসংখ্যান প্রায় একই রকম। পাওয়ার প্লে অবশ্যই চাকিাঠি। শাহীন শাহ আফ্রিদি দারুণ ফর্মে আছে, এটা হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ লড়াই।’

সেমিফাইনালে টসের গুরুত্ব নিয়ে অজি অধিনায়ক বললেন, ‘আমি মনে করি এই পর্যায়ে (সেমিফাইনাল) এটা খুব বড় পার্থক্য গড়বে না। আমার মনে হয় বোর্ডে রান তোলাই হবে সবচেয়ে সুবিধাজনক, বিশেষ করে নকআউটের মতো পর্বে। আমরা এ নিয়ে কথা বলেছি। আমরা আত্মবিশ্বাসী যে ব্যাট আগে করতে পারলে জিততে পারব।’