আমরা জিতব সেই আশাও করব নাঃ সুজন

চলতি বিশ্বকাপে বাংলাদেশের দলের টানা ব্যর্থতার পেছনে ক্যাচ হাতছাড়ার প্রবণতাকে দায়ী করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। বিশ্বকাপে বাকি দুই ম্যাচে বাংলাদেশের কাছে চাপমুক্ত ক্রিকেট প্রত্যাশা করেছেন তিনি।

এ ব্যাপারে সুজন বলেন, ‘অন্যান্য দল যেখানে অবিশ্বাস্য ক্যাচ ধরছে, আমরা সেখানে সহজ ক্যাচ ছাড়ছি। এমন করলে তো আপনি জিততে পারবেন না।’

তিনি আরও বলেন, ‘বোলাররা ভালো করছে। আমাদের এক নম্বর বোলার মুস্তাফিজ। ওর কাছে আমাদের প্রত্যাশা আরও বেশি। আমি জানি ও পারবে। হয়ত এই দুই ম্যাচে ভালো করবে। মুস্তাফিজ একটু ভালো করলে সুযোগ থাকবে ম্যাচ জেতার।’

চলতি বিশ্বকাপে বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার সুযোগ নিয়ে তিনি বলেন, ‘আমাদের তো অবস্থা ভালো না। আমরা জিতব সেই আশাও করব না। আমাদের জিততেই হবে বা সেমিফাইনালে যেতে হবে- এমন কোনো চাপ এখন নেই। যেহেতু চাপ নেই, দেখতে চাই এখন কেমন খেলে। প্রতিপক্ষকে তো আমরা নিয়ন্ত্রণ করতে পারব না। আমরা আমাদের নিয়ন্ত্রণ করতে পারব। প্রক্রিয়া ঠিক থাকলেই খুশি হব।’

এ সময় সুজন বলেন, ‘সাকিব নেই, এটাও বড় অসুবিধা। এটাকে আবার এভাবে চিন্তা করি- একটা নতুন খেলোয়াড় সুযোগ পাবে এটাও বড় ব্যাপার। শামীম আগামী দুটি ম্যাচ খেলতে পারবে, এটা ওর জন্য ভালো সুযোগ।’