আমিরাতে পবিত্র জুমার দিন আল্লাহ্‌র কাছে বৃষ্টি চেয়ে নামাজ আদায়

নামাজ ইসলামের অন্যতম স্তম্ভ। পাঁচ ওয়াক্ত নামাজই প্রত্যেক মুসলমানের জন্য ফরয। প্রত্যেক ওয়াক্ত নামাজেরই আল্লাহ তায়ালা বিশেষ কিছু ফজিলত দিয়েছেন। এর মধ্যে অন্যতম ফজরের সালাত।

নতুন খবর হচ্ছে, মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে বৃষ্টির নামাজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ নভেম্বর) দেশটির প্রেসিডেন্টের এক নির্দেশনায় জুমার আগে সব মসজিদে সালাতুল ইসতিসকা অনুষ্ঠিত হয়।

আমিরাতের প্রেসিডেন্ট শেখ খালিফা বিন জায়েদ আল নাহিয়ানের নিদের্শনায় তা বৃষ্টির প্রার্থনায় এ নামাজ শুরু হয়। মহান আল্লাহর কাছে বৃষ্টির প্রার্থনায় নামাজ আদায় করা মহানবী মুহাম্মদ (সা.)-এর সুন্নত।

করেনাা মহামারি সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি অনুসরণ করে এ নামাজের আয়োজন করেছে আমিরাত সরকার। এ বিষয়ে আমিরাতের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড এনডাউমেন্ট বিভাগ জানায়, দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস, শারজার ইসলামিক অ্যাফেয়ার্স বিভাগ অ্যান্ড আওকাফের সমন্বয়ে দেশটির সব মসজিদ ও খোলা মাঠে বৃষ্টির নামাজের ব্যবস্থা করা হয়। এতে স্বাস্থ্যবিধি মেনে মুসল্লিরা নামাজে অংশগ্রহণ করেন।

সূত্র : খালিজ টাইমস