আমি আবারও অবহেলার শিকার হব: জাম্পা

অস্ট্রেলিয়ার ক্রিকেটকে আজকের এই উচ্চ পর্যায়ে নিয়ে আসতে যে কয়জন ক্রিকেটার সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাঁর মধ্যে জাম্পা অন্যতম। এই পর্যন্ত অনেক রেকর্ড নিজেদের করে নিয়েছেন এই তারকা ক্রিকেটার।

নতুন খবর হচ্ছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে আজ নিউজিল্যান্ডের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। সেই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ক্যারিয়ারের শুরু থেকে অবহেলার শিকার হওয়ার অভিযোগ তুলেছেন অ্যাডাম জাম্পা।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শিরোপা উঁচিয়ে ধরার লড়াইয়ে রবিবার মুখোমুখি হচ্ছে দুই অস্ট্রেলিয়ান পরাশক্তি। বিশ্বকাপ শুরুর আগে কেউ হিসেবে না ধরলেও দ্বিতীয়বারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে চলে এসেছে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল৷

অজিদের এই প্রথম বিশ্বকাপ জয়ের মিশনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন অ্যাডাম জাম্পা ৷ এখন পর্যন্ত এবারের বিশ্বকাপে দলের হয়ে সবচেয়ে বেশি উইকেট শিকার করেছেন তিনি৷

এবারের বিশ্বকাপে ছয় ম্যাচ খেলেছেন অ্যাডাম জাম্পা । তার মধ্যে মাত্র একটি ম্যাচে ২৪ রানের বেশি দিয়েছেন তিনি। বাকি পাঁচ ম্যাচেই তার ইকোনমি ছিল ছয়ের নিচে৷ সব মিলিয়ে ইকোনমিও তাই ঈর্ষনীয়। ওভার প্রতি ৫.৬৯ রান দিয়ে ৬ ম্যাচে ১২ উইকেট নিয়েছেন তিনি। হাই-স্কোরিং সেমিফাইনাল ম্যাচেও মাত্র ২২

তবে, বিশ্বকাপের এতো উজ্জ্বল পারফরম্যান্সের পরও অতীতে তার প্রতি হওয়া অবহেলার কথা ভুলতেই পারছেন না অ্যাডাম জাম্পা। প্রতিটি ক্ষেত্রে অবজ্ঞার শিকার হওয়ার অভিযোগ তুলেছেন তিনি৷ জানিয়েছেন ভবিষ্যতে আবারও অবমূল্যায়নের শিকার হওয়ার শঙ্কার কথাও৷