আমি মেয়র থাকতে পারব কি-না আইনে স্পষ্ট কিছু নেই: জাহাঙ্গীর

আওয়ামী লীগ থেকে আজীবন বহিষ্কার হয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এই দল থেকে মনোনয়ন নিয়েই তিনি মেয়র নির্বাচিত হয়েছিলেন। এক্ষেত্রে দল থেকে বহিষ্কার হলে মেয়র পদ থাকবে কি-না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এ প্রসঙ্গে মেয়র জাহাঙ্গীর আলম বলেন, মেয়র পদের বিষয়টি নিয়ে আইনে স্পষ্ট কিছু বলা নেই। এছাড়া বহিষ্কারের বিষয়ে দলীয় সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে তিনি এখনও পাননি বলে জানিয়েছেন। তবে বহিষ্কার নিয়ে সংবাদমাধ্যমে একটি প্রতিক্রিয়া দিয়েছেন তিনি।

স্থানীয় সরকার সংশ্নিষ্ট আইনজ্ঞরা বলছেন, মেয়র জাহাঙ্গীর বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের অবমাননা করেছেন, যা সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। তবে স্থানীয় সরকার (পৌরসভা ) আইন ২০০৯ এর কোথায়ও দলীয় সমর্থন হারালে মেয়র পদ শূন্য হবে- এমনটি বলা নেই, যেটি সংসদ সদস্যদের ক্ষেত্রে বলা হয়েছে। তাই এ নিয়ে আইনি জটিলতা বা অস্পষ্টতা রয়েছে। এ ক্ষেত্রে বিষয়টি সর্বোচ্চ আদালতে নিষ্পত্তি হতে পারে বলে মত দিয়েছেন আইনজ্ঞরা।