আমি যা ছুঁই তাই সোনা হয়ে যায়: সুবাহ

সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে যে কয়জন অভিনেত্রী বিনোদন প্রেমীদের হৃদয়ের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন তাঁর মধ্যে সুবাহ অন্যতম। এই পর্যন্ত ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে তিনি আলোচনায় এসেছেন বহুবার।

নতুন খবর হচ্ছে, বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার পর ফেসবুকে একটি পুরনো ছবি পোস্ট দেন সুবাহ। ক্যাপশনে লিখেছেন- ‘আমি পাথর কিন্তু রাস্তার নুরি পাথর নই, আমি হলাম পরশ পাথর, যা ছুঁই তাই সোনা হয়ে যায়।’ মুহূর্তেই তার সেই স্ট্যাটাসটি ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা নানা মন্তব্যে ভরিয়ে দেন সেই পোস্ট।

এর আগে গেলো ১৮ নভেম্বর দুপুরে ফেসবুক স্ট্যাটাসে সুবাহ লিখেছেন, ‘একটা বাস্তব, লোভী নারী আর নারীলোভী পুরুষ কখনোই সুখী হয় না।’

তার সেই স্ট্যাটাসে নেটিজেনরা নানান মন্তব্য করেছেন। তৌফিক খান নামে একজন জানতে চেয়েছেন, ‘তুমি কোনটা?’ জবাবে সুবাহ লিখেছেন, ‘আমি কোনটা তা সবাই জানে। লোভী হলে সবাই দেখতেই পারত। আমি যেমন ছিলাম তেমনই আছি।’

আহমেদ ইমতিয়াজ খালেদ সুবাহর প্রাক্তন প্রেমিক নাসিরের প্রসঙ্গ টেনে লিখেছেন, ‘যেমন নাসির আর নাসিরের বউ।’ সেখানে পাল্টা মন্তব্যে সুবাহ লিখেছেন, ‘পারফেক্ট’।
এর আগের পোস্টে (১০ নভেম্বর) তিনি লিখেছেন, ‘কামড়াকামড়ি করে একটা সম্পর্ক টিকায়ে রাখার চেয়ে বিচ্ছেদ শ্রেয়। সম্পর্কের শ্রদ্ধা, বিশ্বাস ও অস্তিত্বের জায়গা নষ্ট হয়ে যাওয়ার পরও যারা সেটা মানতে পারে না, তাদের চেয়ে হিপোক্রেট আর কোনো মানুষ নেই। আর যারা বিচ্ছেদের পর ‘সে আমাকে ভালোবাসলো না কেন’ এবং ‘সে ছেলে বা মেয়ে প্রতারক ছিল, সে ভালো ছিল না’ এই দুই নৌকায়ই পা দিয়ে চলে, তারা হলো সবচেয়ে বড় সুবিধাবাদী।’

সুবাহ আরও লেখেন, ‘যেকোনো একটা সিদ্ধান্ত নিন, ভালোবাসবেন, বাসতেন বা বাসেন। নাকি গালাগাল করতেন, করেন বা করবেন? আপনি একদিকে ‘তাকে এখনও ভালোবাসেন’ টাইপ কথা বলে সিমপ্যাথি (সহানুভূতি) নেবেন আবার আরেকদিকে শখের বশে নিচের শ্রেণিতে নেমে দুনিয়াজুড়ে প্রাক্তনকে গালাগাল দিয়ে বেড়াবেন, তা তো হয় না, তাই না? যেকোনো একটা করেন! হয় নিজের সম্মান রাখেন, না হয় নিজের অ্যাটিটিউড! দুইটার যাতাকলে পড়ে ব্যক্তিমানুষ হিসেবে লেইম হয়ে যাবেন না।’