আমি যেখানে আছি, সেটাও তো অনেক ক্রিকেটারের স্বপ্ন: ইয়াসির

বাংলাদেশের ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র ইয়াসির। এই পর্যন্ত অনেক রেকর্ড নিজের করে নিয়েছেন এই তারকা ক্রিকেটার।

ইয়াসির জানেন, জাতীয় দলের দরজায় দাঁড়িয়ে আছেন তিনি। এই সৌভাগ্যই বা ক’জনের হয়! দীর্ঘ তিন বছর ধরে অভিষেকের অপেক্ষায় থাকলেও তাই আক্ষেপ নেই একটুও।

তিনি বলেন, ‘একজন বড় ভাইয়ের সাথে এই জিনিসটা নিয়ে কথা বলেছিলাম। উনি আমাকে বলেছেন, তুমি যে জায়গায় আছো সেই জায়গায় বাংলাদেশের অনেকেই নাই। তুমি যদি এভাবে চিন্তা করো, তাহলে তোমার জন্য জিনিসটা ভালো। যদি নেতিবাচক চিন্তা করো, আমাকে খেলাচ্ছে না, নিচ্ছে না; তাহলে নিজেই পিছিয়ে যাবে।’

‘ঐ কথাটা খুব ভালো লেগেছে। যখনই মানসিকভাবে ডাউন থাকি, তখন ভাবি আমি যে জায়গায় আছি ঐ জায়গায় থাকা অনেকের স্বপ্ন। আমি দরজায় আছি, হয়ত আরেকটু কষ্ট করলে দলে ঢুকতে পারি। কষ্ট করা ছেড়ে দিলে ছিটকে যাব।’

জয় দিয়ে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২০২১-২২ মৌসুম শুরু করেছে ঢাকা ও চট্টগ্রাম বিভাগ। সিলেট বিভাগের পক্ষে ঢাকা বিভাগ জয় পায় তিন দিনেই। চট্টগ্রাম বিভাগ রাজশাহী বিভাগকে হারিয়েছে প্রথম রাউন্ডের চতুর্থ ও শেষ দিনে।

প্রথমবার দলে ডাক পাওয়ার পর এখন পর্যন্ত কয়বার দলে ডাক পেয়েছেন, তা হিসাব রাখা সম্ভব হয়নি ইয়াসিরের জন্যও। বললেন, ‘ওটা হিসাব করতে গেলে তো… ২০১৯ থেকে হিসাব করতে হবে। এভাবে যদি বলা যায় ৪-৫ বার তো হবেই।’

ইয়াসির জানালেন, সুযোগ পেলে এবারও নিজের সেরাটা ঢেলে দেওয়ার প্রত্যয় তার। তার ভাষায়, ‘এ কথা অনেক পুরনো। যতবারই আপনাদের সাথে কথা হয় সবসময়ই বলে আসছি- অবশ্যই নিজের সেরাটা দিয়ে দেশের জন্য ভালো কিছু করা। লক্ষ্যটা সবসময় একই থাকে, এখনও একই থাকবে।’