ইংল্যান্ড দলের নেতৃত্ব ছাড়তে চান না মরগান

ইংল্যান্ড ক্রিকেটকে আজকের এই উচ্চ পর্যায়ে নিয়ে আসতে যে কয়জন ক্রিকেটার সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাঁর মধ্যে মরগান অন্যতম। এই পর্যন্ত অনেক রেকর্ড নিজেদের করে নিয়েছেন এই তারকা ক্রিকেটার।

নতুন খবর হচ্ছে, নিউজিল্যান্ডের কাছে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে ইংল্যান্ড ৷ দলকে ফাইনালে তুলতে ব্যর্থ হলেও এখনই অধিনায়কত্ব ছাড়তে চান না ইংলিশ দলপতি ইয়ন মরগান৷

মরুর বুকে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের শুরুটা স্বপ্নের মত হয়েছিল ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের৷ সুপার টুয়েলভের প্রথম চার ম্যাচে প্রতিপক্ষকে দাঁড়াতেই দেয়নি ইংলিশরা৷ শেষ ম্যাচে তাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারলেও টুর্নামেন্টের অন্যতম ফেভারিট হিসাবে ইংলিশদেরই বিবেচনা করছিলেন বেশিরভাগ ক্রিকেট বিশেষজ্ঞ৷ আর ইংল্যান্ডের সেমিফাইনাল থেকে বিদায় তাই অপ্রত্যাশিতই মনে হচ্ছে অনেকের কাছে৷ মানতে পারছেন না ইংল্যান্ড জাতীয় দলের অধিনায়ক ইয়ান মরগানও৷

নিউজিল্যান্ড ম্যাচ নিয়ে মরগান বলেছেন- ‘এমন হারে বিধ্বস্ত আমরা। চরম উত্তেজনাপূর্ণ এইরকম লড়াইয়ের শেষে পরাজিত দলে থাকাটা মেনে নেওয়া কঠিন। আজকে আমরা দারুণ ক্রিকেট খেলেছি। উইকেট আমাদের ব্যাটিংয়ের জন্য মানানসই ছিল না। তাও আমরা ভালো স্কোর গড়তে সক্ষম হই। বল হাতেও উজ্জ্বল ছিলাম আমরা।’

ইয়ন মরগানের নেতৃত্বেই প্রথমবারের মত ২০১৯ সালের একদিনের বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড৷ এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও তাই তার উপর ভরসা করে আরেকটা শিরোপা জয়ের স্বাদ নিতে চাচ্ছিলেন ইংলিশ সমর্থকরা৷ আর সেই মিশনে এবার ব্যর্থ হয়েছে মরগান বাহিনী। তবে দল ব্যর্থ হলেও এখনই অধিনায়কত্ব ছাড়তে ইচ্ছুক নন ইয়ান মরগান৷

ইংল্যান্ড দলপতি জানিয়েছেন, ‘আমি মনে করি, দলে এখনও যথেষ্ট অবদান রাখতে পারছি আমি। এই দলের সাথে ড্রেসিং রুম শেয়ার করা, এই দলের একজন হয়ে খেলতে পারাটা দারুণভাবে উপভোগ করছি। ছেলেরা মাঠে তাদের সর্বোচ্চটা দেয়। আর গর্ব করার মতো অনেক কিছুই আছে আমাদের। এই দলকে নেতৃত্ব দিতে পেরে আমি অবিশ্বাস্যরকমের গর্বিত।’