ইতিহাস বলছে অস্ট্রেলিয়ার বিপক্ষে এগিয়ে পাকিস্তান

পাকিস্তান- অস্ট্রেলিয়ার খেলা মানেই টানটান উত্তেজনা। খেলার মাঠে কোন দলই হার মেনে নিতে চায়না। তবে শেষ হাসি হাঁসতে হয় যে কোন এক দলকেই।

নতুন খবর হচ্ছে, এগিয়ে থেকেই আগামীকাল টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে পাকিস্তান। টি-টোয়েন্টি ফরম্যাটে অস্ট্রেলিয়ার বিপক্ষে এগিয়ে থাকলেও বিশ্বকাপের মঞ্চে অসিদের সমান আছে পাকিস্তান।

টি-টোয়েন্টি ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় বেশি পাকিস্তানের। ২৩ লড়াইয়ে পাকিস্তানের জয় ১২টি। অসিদের জয় ৯টি। ১টি করে টাই ও পরিত্যক্ত হয়। তবে বিশ্বকাপের মঞ্চে সমান জয় ও হার পাকিস্তান ও অস্ট্রেলিয়ার। ছয়বারের দেখায় তিনটি করে সমান জয় পাকিস্তান ও অস্ট্রেলিয়ার।

২০০৭ সালে প্রথম বিশ্বকাপে গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও অস্ট্রেলিয়া। ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় পাকিস্তান। ২০১০ সালে তৃতীয় বিশ্বকাপে দু’বার মুখোমুখি হয় পাকিস্তান ও অস্ট্রেলিয়া। দু’বারই জয় পায় অসিরা। গ্রুপ পর্বে ৩৪ রানে এবং সেমিফাইনালে ৩ উইকেটে জিতে অস্ট্রেলিয়া। ২৪ বলে অনবদ্য ৬০ রান করে পাকিস্তানকে নিশ্চিত জয় থেকে বঞ্চিত করেন মাইকেল হাসি।