ইনশাআল্লাহ আমরা ফাইনাল খেলব: হেইডেন

পাকিস্তান দলকে সংঘবদ্ধভাবে ভালো পারফরম্যান্স করতে ইসলাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পাকিস্তান নিজেদের দিনে যে কোনো সেরা দলকে হারাতে সক্ষম। বলেছেন হেইডে।

নতুন খবর হচ্ছে, রাত ৮টায় টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান এবং অস্ট্রেলিয়া। চলতি আসরে দুর্দান্ত ফর্মে আছে পাকিস্তান। এখন পর্যন্ত তারা কোনো ম্যাচ হারেনি। তাই তারা ফাইনালে যাওয়ার বড় দাবিদার। গতকাল বুধবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে পাকিস্তান দলের ব্যাটিং পরামর্শ ম্যাথু হেইডেন ফাইনাল খেলার আশাবাদ ব্যক্ত করেন। অবশ্য এমনটা হলে হেইডেনকে নিজ দেশ অস্ট্রেলিয়ার হার দেখতে হবে।

সাবেক বিধ্বংসী এই অজি ওপেনার বলেন, ‘পাকিস্তানের জন্য শিরোপা জয় খুব গুরুত্বপূর্ণ। কাল (আজ) এমন একটা দলের বিপক্ষে খেলব, যারা বিশ্বকাপের শিরোপা জেতার ক্ষেত্রে মানদণ্ডটা অন্য পর্যায়ে নিয়ে গেছে। তবে তাদের ক্যাবিনেটে এ শিরোপাটা নেই, ফলে এ ম্যাচে অনেক কিছুই জড়িত। জাতি হিসেবে পাকিস্তান ক্রিকেটকে যেভাবে ভালোবাসে, এর চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু হতে পারে না তাদের জন্য। আমরা পারফর্ম করতে প্রস্তুত। শুধু সেমিফাইনাল নয়, ইনশাআল্লাহ, এরপর ফাইনালেও খেলব।’

অজি দলের কোচ হিসেবে আছেন হেইডেনের সাবেক সতীর্থ জাস্টিন ল্যাঙ্গার। নিজ দেশের পরাজয় কামনার অনুভূতি নিয়ে হেইডেন বলেন, ‘অনুভূতিটা একটু অদ্ভুত। দুই দশক ধরে অস্ট্রেলিয়া ক্রিকেটের যোদ্ধা ছিলাম। ফলে শুধু খেলোয়াড়দের ভেতরের কথা নয়, তাদের সংস্কৃতিটাও জানি আমি। পরের ২৪ ঘণ্টায় কী ঘটবে, সেটা ভেবে আমি একটা মানসিক চ্যালেঞ্জ অনুভব করছি। তবে পাকিস্তানের এ দলটার অংশ হতে পেরে আমি গর্বিত।’