ইমনের সাথে রাব্বিকেও স্কোয়াডে নিল বাংলাদেশ

বাংলাদেশের ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র রাব্বি। এই পর্যন্ত অনেক রেকর্ড নিজের করে নিয়েছেন এই তারকা ক্রিকেটার।

নতুন খবর হচ্ছে, পারভেজ হোসেন ইমনের সাথে পেসার কামরুল ইসলাম রাব্বিকেও শেষ টি-টোয়েন্টির দলে ডেকেছে বাংলাদেশ দল। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবি।

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে হেরে টাইগাররা ইতোমধ্যে সিরিজ হেরে গেছে। তারুণ্যনির্ভর দল প্রত্যাশার প্রতিদান দিতে না পারায় স্কোয়াডে নতুন করে দুই ক্রিকেটারকে সংযুক্ত করেছেন নির্বাচকরা।

তৃতীয় ও শেষ টি-টোয়েন্টির স্কোয়াডে যুক্ত করা হচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ব্যাটার পারভেজ হোসেন ইমন ও পেসার কামরুল ইসলাম রাব্বিকে। ইমন জাতীয় দলে এবারই প্রথম ডাক পেলেও ২৯ বছর বয়সী রাব্বি বাংলাদেশের হয়ে খেলেছেন ৭টি টেস্ট। দুইজনই পাকিস্তান সিরিজ শুরুর আগে ৭ ক্রিকেটারের অনানুষ্ঠানিক ক্যাম্পে ছিলেন।

ইমন ও রাব্বি যুক্ত হওয়ায় শেষ ম্যাচের স্কোয়াডে সদস্য সংখ্যা দাঁড়াল ১৮ জনে। শেষ ম্যাচের আগে কাউকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার কথা জানায়নি বিসিবি। যদিও এই ম্যাচের বিবেচনায় থাকছেন না প্রথম দুই ম্যাচে ওপেনারের ভূমিকায় থাকা সাইফ হাসান।