ইরাকের প্রধানমন্ত্রীর বাসভবনে ড্রোন হামলা

আজ সকালে ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল-খাদিমির বাসভবন লক্ষ‌্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। এতে অল্পের জন‌্য বেঁচে গেছেন তিনি। আজ রবিবার (৭ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

এদিকে ইরাকের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বাগদাদের সুরক্ষিত গ্রিন জোনে খাদিমির বাসভবন লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। খাদিমি অক্ষত অবস্থায় রয়েছেন। হামলার হাত থেকে তিনি বেঁচে গেছেন।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, বিস্ফোরকবোঝাই একটি ড্রোন প্রধানমন্ত্রীর বাসভবনকে লক্ষ্য করে উড়ে আসে। খাদিমির বাসভবন অন্তত একটি বিস্ফোরণ ঘটেছে।

এদিকে হামলার পর টুইটারে দেওয়া এক বার্তায় মোস্তফা আল-খাদিমি ইরাকের স্বার্থে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।