এখন আমাদের কেউ আটকাতে পারবে নাঃ জাদেজা

স্কটল্যান্ডের বিপক্ষে বিশাল জয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে ভারত, যদিও সেমিফাইনালে উঠতে কঠিন সমীকরণই মেলাতে হবে ভিরাট কোহলিদের। শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে তো হারতে হবেই, নিজেদের জেতার পাশাপাশি আফগানিস্তানের জয়ের ব্যবধানও বড় হওয়া যাবে না।

এদিকে সমীকরণ কঠিন হলেও আত্মবিশ্বাসী ভারতীয় অলরাউন্ডার রাবিন্দ্র জাদেজা। স্কটল্যান্ডের বিপক্ষে জয়ের নায়ক জাদেজা জানিয়েছেন, কঠিন সমীকরণ মিলিয়ে ভারত যদি সেমিফাইনালে ওঠে তাহলে তাদের কেউ আটকাতে পারবে না।

গতকাল স্কটিশদের বিপক্ষে দুর্দান্ত জয়ের পর ম্যাচ সেরা জাদেজা বলেন, ‘‘আমরা ভাল ক্রিকেট খেলার চেষ্টা করেছি, আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। যদি আমরা এভাবে খেলি তা হলে কেউ আমাদের হারাতে পারবে না। আমরা এভাবেই খেলব।’’

এদিকে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে স্কটল্যান্ডের বিপক্ষে জয়ের পাশাপাশি রান রেটের দিকেও চোখ রাখতে হচ্ছিলো ভারতকে, সেটাতে কেমন পরিকল্পনা ছিল সেটাও জানিয়েছেন রাবিন্দ্র জাদেজা। তার মতে, স্পিনিং উইকেটে স্পিনাররাই তাদের কাজটা সহজ করে দিয়েছে।

জাদেজা আরও বলেন, ‘‘শুরু থেকেই উইকেট তোলার পরিকল্পনা ছিল। সঠিক জায়গায় বল ফেলতে পেরেছি। কিছু বল ঘুরছিলো, কিছু বল সোজা যাচ্ছিলো। আমরা প্রথমে বল করতে চেয়েছিলাম। সেটাই হয়েছে। স্পিনাররা নিজেদের কাজ করেছেন।’’

যদিও জাদেজার এসব হুমকি কোন কাজেই আসবে না, যদি আগামীকাল নিউজিল্যান্ড তাদের শেষ ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে দেয়। তাহলে নামিবিয়ার বিপক্ষে ম্যাচটা তাদের জন্য শুধুই হবে আনুষ্ঠানিকতার, একই সাথে সেটা হবে হতাশারও।