এখানে খেলে কখনোই বিশ্বকাপ জিততে পারবে না বাংলাদেশঃ শোয়েব

এবার বড় আশা নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে যেয়ে চরম হতাশজনক ফলাফল নিয়ে দেশে ফিরেছিলো টাইগার ক্রিকেটাররা। এরপর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও আরও একবার ব্যর্থতায় সাগরে ডুবেছে বাংলাদেশ, হয়েছে হোয়াইটওয়াশ।বাংলাদেশের এমন করুণ পারফরম্যান্সে হতাশ হয়েছেন পাকিস্তানের সাবেক তারকা পেসার শোয়েব আখতারও।

‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’র মতে বিশ্বকাপ জেতার সামর্থ্য থাকলেও প্রতিনিয়ত মিরপুরের অতিরিক্ত স্পিন সহায়ক উইকেটে খেলেই ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ ক্রিকেট। পাকিস্তানের সাবেক এই গতিতারকার মতে, এমন উইকেটে খেলে কখনোই সফল হতে পারবে না বাংলাদেশ। তাই দ্রুত বাংলাদেশ ক্রিকেটের অবকাঠামো পাল্টানোর তাগিদ দিয়েছেন তিনি।

এদিকে নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের পর্যালোচনা করার সময় শোয়েব আখতার বলেন, “ক্রিকেট নিয়ে বাংলাদেশের জনগণের প্রচ্চন্ড উন্মাদনা আছে। কিন্তু তাদের ক্রিকেট তো এভাবে এগোতে পারে না। জরুরি ভিত্তিতে তাদের ক্রিকেট অবকাঠামোতে পরিবর্তন আনা আবশ্যিক।”

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে শিরোপার অন্যতম দাবিদার মনে করেছিলেন শোয়েব আখতার। এমনকি আগামী বিশ্বকাপ জয়ের সামর্থ্য আছে বলে বিশ্বাস রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের। কিন্তু সেজন্য বাংলাদেশকে ভালো উইকেটে খেলার পরামর্শ দিয়েছেন তিনি।

তিনি বলেন, “আমি তো তাদের (বাংলাদেশ) এই বিশ্বকাপের অন্যতম দাবিদার ভেবেছি। এমনকি তাদের আগামী বিশ্বকাপ জেতার সামর্থ্যও রয়েছে। তবে (মিরপুরের) এমন উইকেটে খেললে তারা কখনোই সফল হবে না৷ তাই তাদের ভালো উইকেটে খেলতে হবে। বাউন্সি উইকেটে খেলার অভ্যাস করতে হবে।”