ঐতিহাসিক তারা মসজিদে মার্কিন রাষ্ট্রদূত

এবার ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার ঐতিহাসিক তারা মসজিদ পরিদর্শন করেছেন। তিনি সেখানে ধর্মীয় নেতা ও মাদরাসার ছাত্রদের সঙ্গে সাক্ষাৎ করেন।

আজ রবিবার (৭ নভেম্বর) সকালে ঢাকার মার্কিন দূতাবাস এ তথ্য জানায়।

এদিকে তারা মসজিদ পরিদর্শনকালে আর্ল রবার্ট মিলার বলেন, ধর্মের স্বাধীনতা পবিত্র এবং সব মানুষের অধিকার। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সব মতের মানুষের চিন্তা, ধর্মের স্বাধীনতা, অবাধে, নিরাপদে প্রার্থনা ও ধর্মীয় উৎসব উদযাপন অধিকারের পাশে।

এদিকে বাংলাদশের পুরান ঢাকার আরমানিটোলা-র আবুল খয়রাত সড়কে অবস্থিত ‘তারা মসজিদ’। খ্রিষ্টীয় আঠারো শতকে ঢাকার জমিদার মির্জা গোলাম পীর (মির্জা আহমদ জান) এই মসজিদটি নির্মাণ করেছিলেন।

তারা মসজিদের আরও কিছু প্রচলিত নাম আছে, যেমন, মির্জা গোলাম পীরের মসজিদ বা সিতারা মসজিদ।