কাবার গিলাফের টুকরো দিয়ে পাকিস্তানের ধর্মমন্ত্রীকে সম্মাননা

এবার সৌদি সফরকালে পবিত্র কাবার স্থাপত্য প্রদর্শনী পরিদর্শন করেছেন পাকিস্তানের ধর্মবিষয়ক মন্ত্রী পীর নুর-উল-হক কাদেরি। গতকাল মঙ্গলবার (২৩ নভেম্বর) তাঁকে পবিত্র কাবার গিলাফের টুকরো দিয়ে সম্মাননা দেওয়া হয়েছে।

এ সময় এক্সিবিশন অব দ্য হলি টু মসকো আর্কিটেকচার পরিদর্শনকালে এর পরিচালক অধ্যাপক হামিদ আল সুবাইতি তাঁকে অভ্যর্থনা জানান।

এদিকে হারামাইন পরিচালনা পর্ষদের ওয়েবসাইট সূত্রে জানা যায়, পবিত্র কাবার গিলাফ তৈরির প্রক্রিয়া পরিদর্শনের সুযোগ পেয়ে কাদেরি ও তাঁর প্রতিনিধিদল মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের পরিচালনা পর্ষদের প্রধান শায়খ ড. আবদুর রহমান আল সুদাইসের প্রতি কৃতজ্ঞতা জানান।

এ সময় প্রতিনিধিদলের সামনে গিলাফ তৈরির পুরো প্রক্রিয়া ভিডিওচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়। এ ছাড়া কমপ্লেক্সের বিভিন্ন বিভাগ, তৈরির প্রক্রিয়া ও অত্যাধুনিক উন্নত বিভিন্ন সরঞ্জাম প্রতিনিধিদলের সদস্যরা পর্যবেক্ষণ করেন। অত্যাধুনিক প্রক্রিয়ায় গিলাফ তৈরির ব্যবস্থাপনা দেখে প্রতিনিধিদল এর ভূয়সী প্রশংসা করে। সূত্র : হারামাইন ওয়েবসাইট।