কোহলিদের নতুন কোচ সঞ্জয় বাঙ্গার

জনপ্রিয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আইপিএল’এর পরবর্তী আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কোচ হিসেবে দেখা যাবে সঞ্জয় বাঙ্গারকে। শিরোপা খরা কাটাতে ভারতের সাবেক অলরাউন্ডার ও অভিজ্ঞ এই কোচকে বেছে নিয়েছে বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি।

টুইটের মাধ্যমে এই খবর নিশ্চিত করেছে বেঙ্গালুরু। বিদায়ি কোচ মাইক হেসনকেও দলের সঙ্গে রেখে দিচ্ছে তারা। এখন থেকে ক্রিকেট অপারেশনসের দেখভাল করবেন হেসন। বেঙ্গালুরু বলেছে, ‘সামনের আসর থেকে সঞ্জয় বাঙ্গার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কোচের দায়িত্ব পালন করবে। মাইক হেসনের দায়িত্ব এখন থেকে পালন করবেন বাঙ্গার। হেসনও দলের সঙ্গে থাকছেন। তিনি ক্রিকেট অপারেশনসের দেখভাল করবেন।’

তাছাড়া এর আগেও বেঙ্গালুরুর সঙ্গে কাজ করেছেন বাঙ্গার। দলটির ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছিলেন তিনি। এবার হেড কোচের দায়িত্ব পেয়ে দারুণ খুশি বাঙ্গার। বেঙ্গালুরকে এনে দিতে চান প্রথম শিরোপা।

এ ব্যাপারে তিনি বলেন, ‘দারুণ একটি ফ্র্যাঞ্চাইজি! এর হেড কোচ হওয়াটা অবশ্যই অনেক সম্মানের। এখানে আমি আগেও অসাধারণ প্রতিভাবানদের সাথে কাজ করেছি। সামনে কাজ করার অপেক্ষা করতে ইচ্ছা করছে না। আমি আরসিবির ভক্তদের বলব, আমরা আইপিএল ট্রফি জিততে প্রতিজ্ঞাবদ্ধ।’

এ সময় তিনি আরও বলেন, ‘মেগা অকশনে আমাদের অনেক কাজ করতে হবে। আশা করি আমরা ম্যানেজমেন্ট এবং সাপোর্ট স্টাফদের সহায়তা করতে পারব। অকশন নিয়ে আমরা ইতোমধ্যেই কাজ শুরু করেছি। আমরা একটি শক্তিশালী স্কোয়াড বানানোর চেষ্টা করছি।’