কোহলিদের মাঠে খুঁজেই পাননি শোয়েব

বিশ্বকাপের সুপার টুয়েলভে পাকিস্তানের পর নিউজিল্যান্ডের কাছেও বড় ব্যবধানে হেরেছে বিরাট কোহলির ভারত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কিউইদের বোলিং তোপে নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে ১১০ রান সংগ্রহ করে ভারত। ভারতের দেয়া ১১১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৩ বল এবং ৮ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড।

গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে টস হারে ভারত। টস হারলে বিপাকে পড়তে হবে, ম্যাচ শুরুর আগে এমন ভবিষ্যদ্বাণী করেছিলেন শোয়েব। ম্যাচ শেষে অবশ্য তার কথাই ঠিক হয়েছে। ব্যাটারদের ব্যর্থতার কারণে মাত্র ১১০ রান সংগ্রহ করেছিল ভারত। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ৩৩ বল বাকি থাকতে ৮ উইকেটের জয় তুলে নেয় নিউজিল্যান্ড।

গতকাল ম্যাচের দ্বিতীয় ইনিংস চলাকালীন এক ভিডিওতে শোয়েব মন্তব্য করেছেন যে, মনেই হয়নি মাঠে ভারত খেলছে। ভারতে পারফরম্যান্সে হতাশা প্রকাশ করে শোয়েব বলেন, ‘আমি আপনাদের যে ব্যাপারটা আগেই বলেছিলাম সেটাই হয়েছে। ভারত যদি টস হেরে যায় তাহলে খুব বিপদে পড়ে যাবে। নিউজিল্যান্ড সেই সুবিধাটি আদায় করে নিয়েছে। ভারত আজকে খুবই খারাপ ক্রিকেট খেলেছে।’

তিনি আরও বলেন, ‘ভারতের কাছে থেকে এটি খুবই হতাশাজনক পারফরম্যান্স। মনেই হয়নি তারা মাঠে রয়েছে। ভারত এতটাই চাপ নিয়ে ফেলছিল যে মনেই হয়নি মাঠে দুটি দল খেলছে। আমার তো মনে হয়ে মাঠে একটি দল খেলেছে সেটা নিউজিল্যান্ড। আমার কাছে ভারতকে এভাবে খেলতে দেখা সত্যিই হতাশাজনক। খুব হতাশ হয়েছি।’