ক্যাচ মিস খেলারই অংশঃ শান্ত

প্রথম ম্যাচে তাও করা গিয়েছিল ১২৭ রান। কিন্তু দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ করতে পারলো মাত্র ১০৮ রান। যে লক্ষ্য পাকিস্তান ধীরলয়ে গিয়েও স্পর্শ করে, ১১ বল হাতে রেখে। বাংলাদেশ হার মানে ৮ উইকেটে।

এমন হারের পেছনে ব্যাটিং ব্যর্থতাই বড় কারণ বলে মনে করছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তার মতে, বোলিং সাইড সব সময়ই ভালো করছে, তবে জীর্ণ ব্যাটিং হারকে ত্বরান্বিত করছে।

শনিবার মিরপুরে ম্যাচ শেষে মাহমুদউল্লাহ বলেন, ‘আমাদের শুরুটা ভালো ছিল। বিশেষ করে আফিফও শান্ত ভালো ব্যাটিং করেছে। আমি ও শান্ত চেষ্টা করেছিলাম বড় জুটি গড়তে, কিন্তু হয়নি। আমাদের মতো টিমের কিছু ব্যাটসম্যান দরকার যারা ১৫ ওভার পর্যন্ত খেলতে সক্ষম। সেই কাজটি আমরা করতে পারি নাই। ছেলেরা ট্রেনিংয়ে অনেক কষ্ট করে, ক্যাচ প্র্যাকটিস করে। কিন্তু মাঠের খেলায় ভুল হচ্ছেই। সুযোগ নষ্ট করছি। গত পাচ ছয় মাস আমাদের বোলিং ইউনিট খুবই ভালো করছে। পেস ও স্পিন দুটোই। এখন সময় ব্যাটিং সাইডে ভালো করার।’

এদিকে সংবাদ সম্মেলনে নাজমুল শান্ত বলেন, ক্যাচ মিস খেলারই অংশ।