চট্টগ্রাম স্টেডিয়ামে পাকিস্তানের জার্সি পরে ঢুকতে পারেনি কেউ

চট্টগ্রাম স্টেডিয়ামে যাতে পাকিস্তারের জার্সি গায়ে কেউ যাতে প্রবেশ করতে না পারে বা স্টেডিয়ামে পাকিস্তানের পতাকা উড়াতে না পারে সে ব্যাপারে আগেই ঘোষণা দিয়েছিলো মুক্তিযোদ্ধা মঞ্চ চট্টগ্রাম।

শুক্রবার (২৬ নভেম্বর) সকালে ম্যাচ শুরুর আগে থেকেই মুক্তিযোদ্ধা মঞ্চের কর্মিরা স্টেডিয়ামের বাইরে সতর্ক অবস্থানে থাকে যাতে কেউ পাকিস্তানের জার্সি গায়ে স্টেডিয়ামে প্রবেশ করতে না পারে।

খেলা শুরুর পর স্টেডিয়ামের বিভিন্ন প্রান্তে লক্ষ্য করা যায় সীমিত দর্শকের মধ্যেও বাংলাদেশের পতাকা উড়ছে। উৎফুল্ল বাংলাদেশের ক্রিকেটপ্রেমী দর্শক। চিৎকার করে বাংলাদেশ দলকে সমর্থন যোগাচ্ছেন।

চট্টগ্রামের জহুর আহাম্মদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে চলছে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজের প্রথম টেস্ট। এই টেস্ট সিরিজকে ঘিরে স্থানীয় দর্শকদের মধ্যে রয়েছে আবেগ এবং উত্তেজনা।