ছুটি কাটিয়ে দেশে ফিরছেন মুশফিক-মাহমুদউল্লাহ

বাংলাদেশের ক্রিকেটকে আজকের এই উচ্চ পর্যায়ে নিয়ে আসতে যে কয়জন ক্রিকেটার সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাঁর মধ্যে মুশফিক-মাহমুদউল্লাহ অন্যতম। এই পর্যন্ত অনেক রেকর্ড নিজেদের করে নিয়েছেন এই তারকা ক্রিকেটাররা।

নতুন খবর হচ্ছে, বিশ্বকাপে ব্যর্থ মিশন শেষে গত শুক্রবার দেশে ফিরে এসেছে বাংলাদেশ ক্রিকেট দল। অবশ্য পুরো দল একসঙ্গে ফেরেননি। দুই দফায় ফিরেছেন বিশ্বকাপ দলের সঙ্গে থাকা ১১ জন ক্রিকেটার। বাকি পাঁচজনের মধ্যে ইনজুরি আক্রান্ত সাকিব আল হাসান চলে গেছেন যুক্তরাষ্ট্রে।

আর অন্য চারজন- মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস ও তাসকিন আহমেদ ছুটি নিয়ে থেকে গিয়েছিলেন দুবাইয়েই। সেখানে তাদের সঙ্গে যোগ দেয় তাদের পরিবারও। প্রায় এক সপ্তাহের ছুটি শেষে এরই মধ্যে সস্ত্রীক দেশে ফিরেছেন লিটন ও তাসকিন।

তবে এখনও দুবাইয়ে রয়েছে দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিক ও মাহমুদউল্লাহ। তারা দুজন দেশে ফিরবেন শনিবার রাতে। সম্ভাব্য রাত ১১টায় রাজধানী ঢাকায় অবতরণ করবেন মুশফিক-মাহমুদউল্লাহ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিমানবন্দরে অভ্যর্থনার দায়িত্বে থাকা ওয়াসিম খান জানিয়েছেন এ খবর।