জাতীয় পতাকায় প্রেরণা মেলে: বাবর

এবার মিরপুরে অনুশীলনের সময় নিজ দেশের পতাকা উড়িয়ে অনুশীলন করেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। এ নিয়ে বাংলাদেশের সমালোচনা হলেও তার কারণ ব্যাখ্যা ক’দিন আগে করেছিলেন টিমের মিডিয়া ম্যানেজার। কারণ হিসেবে তিনি উল্লেখ করেছিলেন, ক্রিকেটারদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করতেই এমন রীতি।

আজ বৃহস্পতিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে পতাকা প্রসঙ্গে কথা উঠলেও পাকিস্তানের অধিনায়ক বাবর আজমও তাই বললেন।

তিনি বলেন, ‘মিডিয়া ম্যানেজার আগেও বলেছে, সাকলায়েন মুশতাক কোচ হওয়ার পর থেকে তার কোচিং দর্শন হলো, মাঠে পতাকা লাগিয়ে রাখলে প্রেরণা মেলে ও উজ্জীবিত হওয়া যায়। সাকলায়েন পাকিস্তান দলে যোগ দেয়ার পর থেকেই এটা হচ্ছে, তা নিউজিল্যান্ড সিরিজে হোক বা বিশ্বকাপে কিংবা এখানে।’

এবারের বিশ্বকাপেও এমনটি দেখা গিয়েছিল পাকিস্তানের ক্ষেত্রে। বিশ্বকাপে দুরন্ত গতিতে গতিতে আগানো পাকিস্তান হেরে যায় সেমিফাইনালে। সে হারে সমর্থকরা যেমন কষ্ট পেয়েছিল, তেমনি টিম পাকিস্তানও মুচড়ে পড়েছিল।

বাবর আজম বলেন, ‘অবশ্যই কষ্ট লেগেছে। বিশ্বকাপে যেভাবে এগোচ্ছিলাম, এরপর সেমি-ফাইনাল হেরে যাওয়ার পর অবশ্যই খারাপ লেগেছে। পুরো দলই কষ্ট পেয়েছে। পরে সবাই মিলে বসেছি, ভুলগুলো নিয়ে কথা বলেছি, কোথায় আমরা ভালো করতে পারতাম, কোথায় উন্নতি করতে হবে, এসব নিয়ে কথা বলেছি। পুরা দলের আত্মবিশ্বাস অটুট আছে। পরস্পরের প্রতি বিশ্বাস আছে। চেষ্টা করেছি, বিশ্বকাপের মোমেন্টাম যেন ধরে রাখা যায়। দল যখন হারে, তখনই পাশে থাকা জরুরি। ক্রিকেটে এসব হয়ই। এখান থেকে ঘুরে দাঁড়ানো গুরুত্বপূর্ণ। আমাদের সেই আত্মবিশ্বাস আছে।’