টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে চমক

এবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দুপুর দুইটায় মাঠের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। ইতোমধ্যে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। খেলছেন লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব।

আজ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশের পক্ষে অভিষেক হয়েছে উদ্বোধনী ব্যাটার মোহাম্মদ সাইফ হাসানের। এছাড়া ৮ মাস পরে দলে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত।

এদিকে লেগ স্পিনার বিপ্লব অবশেষে একাদশে সুযোগ পেয়েছেন। তবে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের জায়গা হয়নি। তিন পেসার মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, ও তাসকিন আহমেদ খেলছেন।

বাংলাদেশের একাদশ : নাঈম শেখ, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শেখ মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, ও তাসকিন আহমেদ।

পাকিস্তান একাদশ : বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, হায়দার আলি, শোয়েব মালিক, খুশদিল শাহ, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), হাসান আলি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, হারিস রউফ।