টাইগারদের ব্যাটিং যথারীতি লেজে-গোবরে, ফিফটি করতে পারলেন না আফিফ

বাংলাদেশের বিরুদ্ধে সিরজের প্রথম ম্যাচে পাকিস্তানের বোলিং ইনিংসের শুরু করেন মোহাম্মদ নাওয়াজ। প্রথম ওভারে উইকেটে স্পিন না পেয়ে দ্বিতীয় ওভারেই অধিনায়ক বাবর আজম বল তুলে দেন হাসান আলীর হাতে আর তাতেই উইকেটে সুইংয়ের উপস্থিতি ধরা পড়ে।

হাসানের নিরীহ বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন নাঈম শেখ। আর তিন নম্বরে নেমে সুইঙ্গয়ে খাবি খান নাজমুল হোসেন শান্ত। সুইংয়ে পরাস্ত হয়ে টপ এজ হয়ে ফিল্ডারের হাতে বল না যাওয়ায় অল্পের জন্য রক্ষা পান শান্ত। টপ এজ ছাড়াও ওই ওভারে অল্পের জন্য ব্যাটের কানা ছুঁয়ে যায়নি শান্তর।

তৃতীয় ওভারে বল করতে আসেন মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। সাদামাটা পেইসের ও্যাসিমও পান সুইং। মোহাম্মদ ওয়াসিমের হালকা আউট সুইঙ্গয়ের বল স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন অভিষিক্ত সাইফ হাসান। করেন ৮ বলে ১ রান।

এরপর শান্তও রান বাড়ানোর চেষ্টায় বাজে শট খেলে উইকেট উপহার দিয়ে ফেরেন ৭ রানে। এরপর মাহমুদউল্লাহ রিয়াদ ও আফিফ হোসেনের ব্যাটে সামান্য প্রতিরোধের আভাস পাওয়া গেলেও তা মিলিয়ে যায় নবম ওভারে রিয়াদের আউটে।

শেষ খবর পাওয়া পর্যন্ত, ৩৬ রান করে প্যাভিলিয়নে ফিরে গেলেন আফিফ হোসেন। বাংলাদেশ ৬১/৫, ওভার ১২.৫।