টানা ২৬ ম্যাচ হারেনি আর্জেন্টিনা

এবার আন্তর্জাতিক ফুটবলে নিজেদের অপরাজেয় যাত্রা অব্যাহত রেখেছে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে এবার উরুগুয়েকে তাদেরই ঘরের মাঠে ০-১ গোলের ব্যবধানে পরাজিত করেছে আলবেসিলেস্তেরা। আজ উরুগুয়ের বিপক্ষে এই জয়ের সুবাদে নিজেদের অপরাজিত থাকা ম্যাচের সংখ্যা এবার ২৬ এ নিয়ে গেলো আর্জেন্টিনা।

এদিকে কোপা আমেরিকায় অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার আগে পরে সবমিলিয়ে ২৬ ম্যাচ ধরে পরাজয়ের স্বাদ পায়নি আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির দল একরকম যেন ভুলেই গেছে সেই স্বাদ।

স্কালোনির অধীনে এই আর্জেন্টিনা যেন জয়ের জন্যই ঝাঁপায় প্রতিটা ম্যাচে। গত মাসে বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচে উরুগুয়ে এবং প্যারাগুয়ের বিপক্ষে জিতেছিলো মেসিরা।

এবারের আন্তর্জাতিক বিরতির প্রথম ম্যাচেই উরুগুয়েকে হারালো লিওনেল স্কালোনির শিষ্যরা। সেই সাথে কাতার বিশ্বকাপের পথে আরও একধাপ এগিয়ে গেলো কোপা আমেরিকার শিরোপাজয়ীরা। যার ফলস্বরুপ নিজেদের অপরাজিত থাকার রেকর্ডটি আরও বাড়িয়ে নিলো মেসি-ডি পলরা।