ডমিঙ্গোর সঙ্গে আরো দুই বছরের চুক্তি বিসিবির!, বাড়ছে বেতনও

গত ২০১৯ সালে দুই বছরের চুক্তিতে টাইগারদের প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকান রাসেল ডমিঙ্গো। এদিকে, বিশ্বকাপের আগেই তার সঙ্গে নতুন করে আরও দুই বছরের চুক্তি হয়েছে বলে জানিয়েছেন খোদ বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন।

এ খবরটা কদিন ধরেই ভেসে বেড়াচ্ছিল। বিভিন্ন সূত্রের বরাতে জানা যাচ্ছিল যে, চুক্তির মেয়াদ বাড়ছে টাইগার হেড কোচের। এছাড়া এর আগে তার কোচিংয়ে সন্তুষ্ট বোর্ড প্রধানও আভাস দিয়েছিলেন চুক্তি বাড়ানোর। শেষ পর্যন্ত তাই হলো।

চলতি বছরের গত ২২ অক্টোবর দেশীয় একট টিভি চ্যানেলের সঙ্গে আলাপকালে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন বলেন, ‘তার (রাসেল ডমিঙ্গো) সঙ্গে দুই বছরের চুক্তি হয়েছে।’ এদিকে জানা গেছে, আগামী এক বছর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চাইলেও তাকে চাকরিচ্যুত করতে পারবে না।

যদিও কথা ছিল, চলতি টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরম্যান্স দেখেই ডমিঙ্গোর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। কিন্তু এর আগে দেশের মাটিতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে পরপর দুটি বড় সিরিজ জয় বিসিবির মনোভাব এমন বদলে দিয়েছিল যে, বিশ্বকাপ অভিযান শুরুর আগেই ডমিঙ্গোর চুক্তির মেয়াদ বাড়ানো হয়।

তাছাড়া শোনা যাচ্ছে, নতুন মেয়াদের শুরু থেকে উল্লেখযোগ্য হারে বেতনও বাড়ছে দক্ষিণ আফ্রিকান এই কোচের।