দল নির্বাচন নিয়ে বিসিবির কঠোর সমালোচনায় ওয়াসিম আকরাম

এবারো টি-টুয়েন্টি বিশ্বকাপে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। এবারের টুর্নামেন্টের সুপার টুয়েলভে এখন অবধি একটি ম্যাচও জিততে পারেনি টাইগাররা। প্রতিবারের মতো এবারও ব্যর্থতার পর ঘুরে ফিরে আসছে ঘরোয়া ক্রিকেটের অবকাঠামোর কথা। এবার এ নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম।

এ ব্যাপারে তিনি বলেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ভালো পেস বোলার ও ভালো ব্যাটসম্যান তৈরি করতে হবে। আপনি সবসময় টার্নিং উইকেট পাবেন না, যেখানে স্পিনারদের খেলাবেন। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে স্পিনারদের প্রাধান্য দেওয়া হয়। সেখানে স্পিনাররা সুবিধা পায়, তাহলে এই সুবিধা ছেড়ে একটা ছেলে কেন পেসার হতে চাইবে। এসব বিষয়ে পরিবর্তন ও উন্নতি করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমি নব্বইয়ের দশকে বাংলাদেশে ঘরোয়া ক্রিকেট খেলতে গিয়েছিলাম। তখন আমি ঢাকার আশেপাশে বেশ কিছু জায়গা ঘুরেছি, তখন রাস্তার পাশের মাঠগুলোতে সবাই ফুটবল খেলত। কিন্তু ২০১১ সালে যখন আবার আমি বাংলাদেশে গেলাম, তখন পুরোপুরি ভিন্ন পরিস্থিতি। তখন দেখলাম সবাই ক্রিকেট খেলায় মেতেছে। এখন বাংলাদেশ ক্রিকেট-পাগল একটি দেশ। তাই তাদের কাঠামোও সেভাবে উন্নতি করা উচিত।’

ওয়াসিম দল নির্বাচন নিয়েও প্রশ্ন তুলেন। তার মতে লিটন দাস নয় ভাল ক্রিকেটারদের সুযোগ দিতে হবে।

তিনি বলেন, ‘ভালো ভালো খেলোয়াড়দের সুযোগ দিতে হবে। তারা হয়তো লিটন দাসকে খুব ভালো খেলোয়াড় বলেন। কিন্তু আমি গত কয়েক বছর ধরেই লিটনের ব্যাটিং দেখছি, কখনোই তাকে ধারাবাহিকভাবে ভালো খেলতে দেখলাম না।’