দারুণ শুরুর পর প্যাভিলিয়নে ফিরে গেলেন শামীম

টস জিতে ব্যাটিংয়ে নেমে সতর্ক শুরু করেন শেখ নাঈম এবং তিন নম্বর থেকে ওপেনিংয়ে প্রমোশন পাওয়া নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় ওভারের প্রথম বলে শাহনেওয়াজ দাহানিকে বাউন্ডারি মারা শান্ত পরের বলেই বোল্ড হয়ে যান। তার সংগ্রহ ৫ বলে ৫ রান। দলীয় ৭ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। তিন নম্বরে নামেন শামীম হোসেন।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ সোমবার টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে বাংলাদেশ। এই নিয়ে সিরিজের তিন ম্যাচেই টস জিতলেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তিন ম্যাচের সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে বাংলাদেশ ইতোমধ্যেই সিরিজ হেরে বসেছে। আজকের ম্যাচ হারলে ‘হোম অব ক্রিকেটে’ পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশের লজ্জা পেতে হবে। গত দুই ম্যাচে টাইগারের পারফর্মেন্স, বিশেষ করে ব্যাটিং ছিল খুবই জঘন্য। প্রথম ম্যাচে কিছুটা প্রতিদ্বন্দ্বীতা করলেও দ্বিতীয় ম্যাচে অসহায়ের মতো আত্মসমর্পণ করেছে।’

শেষ খবর পাওয়া পর্যন্ত, ২২ রানে প্যাভিলিয়নে ফিরে গেছেন শামীম হোসেন।