দায়িত্ব পেয়েই টাইগারদের নিয়ে মাঠে নেমে পড়লেন সুজন

চলতি বিশ্বকাপে ভরাডুবির পর উত্তাল বাংলাদেশের ক্রিকেট, পালাবদলের ইঙ্গিত আছে বিভিন্ন সেক্টরে। যদিও সবকিছু এখনো চূড়ান্ত নয়, ধাক্কা কাটিয়ে সবকিছু ঠিকঠাক করে দৃশ্যমান হতে হয়তো সময় লাগবে আরও কিছু সময়।

আর এই পালাবদলের শুরুটা হয়েছে খালেদ মাহমুদ সুজনকে দিয়েই, জাতীয় দলের টিম ডিরেক্টরের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। দায়িত্ব পেয়েই কাজ শুরু করে দিয়েছেন আলোচিত এই বোর্ড পরিচালক, শিষ্যদের নিয়ে নেমে পড়েছে অনুশীলনে।

আজ রবিবার সকালে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে ৫ ক্রিকেটারকে নিয়ে অনুশীলন সারেন খালেদ মাহমুদ সুজন। অনুশীলনে আসা ক্রিকেটাররা হলেন – নাজমুল হোসেন শান্ত, পারভেজ হোসেন ইমন, ইয়াসির আলি রাব্বি, সাইফ হাসান, তৌহিদ হৃদয়, কামরুল ইসলাম রাব্বি ও তানভীর ইসলাম।

আজ অনুশীলন শেষে কথাও বলেছেন সুজন, বিসিবির সূত্র থেকে জানা গেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ হিসেবে বোর্ডের পছন্দ ঘরোয়া ক্রিকেটের সফল কোচ মোহাম্মদ সালাহউদ্দিন।

এই প্রসঙ্গে সুজন বলেন, “আছে তো অবশ্যই সেজন্য চেষ্টা করছি। যদিও এটা সালাউদ্দিনের ব্যাপার ও আসবে কি-না। আমরা চাই ওকে বাংলাদেশের সেটআপের সঙ্গে নিতে।”