দুর্দান্ত শুরুর পর আউট লিটন দাস

আসা-যাওয়ার মিছিলে মেতে উঠেছেন টাইগাররা। আর সেই সময় এক পাশ আগলে রাখা লিটন দাসও ফিরলেন। ৩৫ বলে ২৪ করে সাজঘরে ফিরলেন লিটন।

একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়েছে টাইগাররা। টস হেরে ব্যাটিংয়ে নেমে বিপাকে বাংলাদেশ দল। ৪ ওভারে ২২ রানে ফেরেন ওপেনার মোহাম্মদ নাঈম শেখ ও সৌম্য সরকার। প্রোটিয়া পেসার কাগিসো রাবাদার বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ওপেনার নাঈম। তার আগে ১১ বলে ৯ রান করার সুযোগ পান তিনি।
নাঈম আউট হওয়ার পর তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি সৌম্য সরকার। প্রথম বলেই এলবিডব্লিউ হয়ে ফেরেন এ তারকা ব্যাটসম্যান। ৩ রানে ফিরলেন রিয়াদও। আউট হওয়ার আগে ৮ বলে ৩ রান করেন রিয়াদ। এরপর ১ বলে ০ রানে ফিরেন আফিফ। এক আগলে রাখা লিটনও আউট হন।

মঙ্গলবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের ৩০তম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। এই রিপোর্ট লেখা পর্যন্ত ১১.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ৪৫ রান সংগ্রহ করেছে টাইগাররা।