দেশজুড়ে হওয়া ইউপি নির্বাচন প্রতিযোগিতামূলক হয়েছে: নুরুল হুদা

নির্বাচনে জয় পরাজয় থাকবেই। পরাজয়ের শক্ত ভিত্তিই তৈরী করে দেবে কাঙ্খিত বিজয় অর্জনের প্রেরণা। অনেক প্রার্থী বলে থাকেন ফলাফল মেনে নেওয়ার মানসিকতা আছে। তবে বাস্তবতা ভিন্ন।

নতুন খবর হচ্ছে, দেশজুড়ে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রতিযোগিতামূলক হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

বুধবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় আগারগাঁও নির্বাচন কমিশনে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় তিনি এ কথা বলেন।

কে এম নুরুল হুদা বলেন, প্রথম পর্যায়ের পরবর্তী ধাপের নির্বাচন সুষ্ঠু করতে আলোচনা করা হবে। তবে করোনার কারণে নির্বাচন আয়োজন করতে কষ্ট হয়েছে বলেও জানান তিনি।

পরীক্ষার কারণে নির্বাচনের তারিখ এভাবে ঠিক করতে হয়েছে। পরীক্ষা ও নির্বাচন একসাথে করতে গিয়ে সবার ওপর চাপ পড়েছে বলেও জানান কে এম নুরুল হুদা।