দেশের মানুষ খেয়ে-পরে ভাল আছে: শামীম ওসমান

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। মানুষের মাথাপিছু আয় আর ক্রয় ক্ষমতা বৃদ্ধিই যার বড় প্রমাণ।

নতুন খবর হচ্ছে, দেশের মানুষ খেয়ে-পরে ভাল আছে। তা নাহলে অনেকের কথায় দেশের মানুষ আন্দোলনে নামতো বলে মন্তব্য করেছেন নারায়নগঞ্জ-৪ আসনের এমপি এ একে এম শামীম ওসমান।

আজ রোববার (১৪ নভেম্বর) নারায়নগঞ্জ বন্দরের একরামপুর এলাকায় খাদ্য গোডাউন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এসময় আরও উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

শামীম ওসমান বলেন, ডাল-তেল-চাল-নুন সবমিলিয়ে দেশের মানুষ ভাল আছে। মানুষের পেটে যখন টান পড়ে তখনই রাজপথে নামে। পেট ভরা থাকলে তাদের যত জোরেই ডাকা হোক না কেন তাদের রাজপথে আনা যায়না।

তিনি বলেন, ৭৫ পরবর্তী সময়ে যারা আওয়ামী লীগের জন্য যারা জীবন দিয়েছেন তাদের সম্মান করতে হবে। অন্যথায় তাদের নাম একদিন সন্ত্রাসীদের তালিকায় স্থান পাবে।

তিনি আরও বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। সামনে কঠিন সময় আসছে উল্লেখ করে শামীম ওসমান নেতাকর্মীদের তা মোকাবেলার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান।