দেড় বছর পর পাকিস্তান সিরিজে বাংলাদেশের মাঠে ফিরছে দর্শক

বাংলাদেশ-পাকিস্তান খেলা মানেই টানটান উত্তেজনা। খেলার মাঠে কোন দলই হার মেনে নিতে চায়না। তবে শেষ হাসি হাঁসতে হয় যে কোন এক দলকেই।

নতুন খবর হচ্ছে, বেশ কঠিন এক সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট। তবে সেসবের ভীড়ে দর্শকদের জন্য দারুণ খবর আসন্ন পাকিস্তান সিরিজ দিয়ে মাঠে বসে খেলা দেখার সুযোগ মিলবে। আর তাতে দেড় বছরের বেশি সময় পর বাংলাদেশের মাঠে দর্শক ফিরছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর এমনিতেই বাংলাদেশ ক্রিকেট আছে নাজুক অবস্থায়। ঠিক এই সময়ে দেশের মাঠে দর্শক প্রবেশের অনুমতি পাচ্ছে। তবে দর্শকদের জন্য করোনা টিকার দুই ডোজ সম্পন্ন করার বাধ্যবাধকতা আসতে যাচ্ছে অনেকটা নিশ্চিত।

করোনা টিকা নেওয়া থাকলেই কেবল মাঠে প্রবেশ করা যাবে এমন পরিকল্পনা সাজাচ্ছে বিসিবির মেডিকেল বিভাগ।

এ প্রসঙ্গে কে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীস চৌধুরী বলেন, ‘পাকিস্তান সিরিজে দর্শকদের মাঠে প্রবেশের ক্ষেত্রে যেটা বাধ্যতামূলক করা হতে পারে সেটা হলো করোনা ভ্যাকসিন।’

‘এখনো চূড়ান্ত হয়নি বিষয়গুলো, তবে ভ্যাকসিনের ব্যাপারটা প্রাধান্য থাকবে এটা বলা যায়। এর বাইরে কি ধরণের নিয়মকানুন মেনে চলতে হবে সেসব নিয়ে আলোচনা হচ্ছে, ২-১ দিনের মধ্যেই চূড়ান্ত হয়ে যাবে।’