দ্বিতীয় টেস্ট খেলতেই আজ চিকিৎসকের শরণাপন্ন হবেন সাকিব

বাংলাদেশের ক্রিকেটকে আজকের এই উচ্চ পর্যায়ে নিয়ে আসতে যে কয়জন ক্রিকেটার সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাঁর মধ্যে সাকিব অন্যতম। এই পর্যন্ত অনেক রেকর্ড নিজের করে নিয়েছেন এই তারকা ক্রিকেটার।

নতুন খবর হচ্ছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে ফিল্ডিং করার সময় বাঁ পায়ের হ্যামস্ট্রিং পেশির নিচের দিকে টান পড়ে সাকিব আল হাসানের। সেই চোট নিয়ে বিশ্বকাপ থেকে ছিটকে যান তিনি।শতভাগ ফিট না থাকায় পাকিস্তানের বিপক্ষে খেলেননি টি-টোয়েন্টি সিরিজ। খেলছেন না দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টও।

তবে দ্বিতীয় টেস্ট খেলার জন্য আজ ২৮ নভেম্বর(রবিবার) ডাক্তার দেখাবেন সাকিব। সবুজ সংকেত পেলেই ঢাকা টেস্টে দেখে যেতে পারে বিশ্বসেরা অলরাউন্ডারকে।

সাকিবের ইনজুরি প্রসঙ্গে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছিলেন, পুনর্বাসন করতে হওয়ায় প্রথম টেস্ট খেলতে পারবেন না। দ্বিতীয় টেস্টে খেলার একটা সম্ভাবনা থাকতে পারে। সেটাও নির্ভর করবে চোটের উন্নতির ওপর।’