পরিকল্পনা করেই মাঠে নামবে বাংলা টাইগার্সঃ স্টুয়ার্ট ল

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ ছিলেন। ২০১১ সালের বিশ্বকাপ ক্রিকেটের পর জুলাই মাসে জেমি সিডন্সের পদত্যাগের পর তার স্থলাভিষিক্ত হন স্টুয়ার্ট ল।

নতুন খবর হচ্ছে, ১৯ নভেম্বর টিম আবু ধাবির বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলা টাইগার্সের টি-টেন লিগের এবারের মিশন। ফাফ ডু প্লেসিস, মোহাম্মদ আমিরদের নিয়ে দল গড়া বাংলাদেশি মালিকানাধীন এই ফ্র‍্যাঞ্চাইজির কোচিং স্টাফেও আছে তারার মেলা। ব্যাটিং ও ফিল্ডিং কোচ পল নিক্সন, বোলিং কোচ শন টেইট। প্রধান কোচ হিসাবে আছেন স্টুয়ার্ট ল।

করোনা কালীন সময়ে ক্রিকেটারদের মাঠের খেলার বাইরে কোয়ারেন্টাইন, বায়ো বাবল নিয়েও ভাবতে হয়। বাংলা টাইগার্স স্কোয়াড কোয়ারেন্টাইন শেষে প্রথমবার অনুশীলন করেছে ১৬ নভেম্বর।

ক্রিকেটে ফিরে যারপরনাই খুশি প্রধান কোচ স্টুয়ার্ট ল। তিনি বলেন, ‘ক্রিকেটে ফিরতে পেরে ভালো লাগছে। কোয়ারেন্টাইন কোন সুখকর অনুভূতি না। একসঙ্গে প্রথমবার অনুশীলন করাটা স্বস্তির। ছেলেদের ক্রিকেটে ফিরতে দেখে ভালো লাগছে, তারা মাঠে ফেরাটা উপভোগ করছে।’

তারকা ক্রিকেটারদের সমন্বয়ে এবার শক্তিশালী এক স্কোয়াড দাড় করিয়েছে বাংলা টাইগার্স। স্কোয়াড নির্বাচনে সন্তুষ্ট স্টুয়ার্ট ল বলছেন কাজটা এখন কোচিং স্টাফ ও ক্রিকেটারদের।

ল বলেন, ‘এবার স্কোয়াড নির্বাচন নিয়ে অনেক আলোচনা হয়েছে। যারা এটা নিয়ে কাজ করেছে তারা দারুণ এক স্কোয়াড দাড় করিয়েছে। এখন এটা আমাদের (কোচিং স্টাফ) দায়িত্ব ছেলেদের তৈরি করা ও ছেলেদের মাঠে ভালো ক্রিকেট খেলার।’

প্রথম ম্যাচেই ক্রিস গেইল, লিয়াম লিভিংস্টোনের টিম আবু ধাবির মুখোমুখি হবে ফাফ ডু প্লেসিসরা। টিম আবু ধাবিকে বিপজ্জনক আখ্যা দিয়ে ল বলছেন সবার বিপক্ষেই পরিকল্পনা করে মাঠে নামবে বাংলা টাইগার্স।