পরিসংখ্যানে দ. আফ্রিকার ধারের কাছেও নেই বাংলাদেশ

চলতি আসরে সুপার টুয়েলভের তিন ম্যাচ হেরে যাওয়াতে চলতি বিশ্বকাপ থেকে পাওয়ার কিছু নেই বাংলাদেশের সামনে। আজ বাংলাদেশ সময় বিকেল ৪টায় আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা।

তবে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে দক্ষিণ আফ্রিকা সঠিক পথে আছে। তিন ম্যাচের দুটি জিতেছে প্রোটিয়ারা। ফেভারিট হিসেবে এই ম্যাচ খেলতে নামছে দক্ষিণ আফ্রিকা। কারণ হেড টু হেডে বাংলাদেশের বিপক্ষে তাদের একচ্ছত্র আধিপত্য।

এদিকে টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের দেখা হয়েছে মাত্র ছয়বার। আগের দেখায় প্রত্যেকবার জিতেছে প্রোটিয়ারা। মানে বাংলাদেশ ৬-০ তে পিছিয়ে। বিশ্বকাপে একবারই দেখা হয়েছিল দুই দলের। ২০০৭ সালে প্রথম আসরে কেপ টাউনে ওই ম্যাচে ৭ উইকেটে জিতেছিল দক্ষিণ আফ্রিকা।

এই দুই দলের টি-টোয়েন্টিতে লড়াইয়ের পরিসংখ্যান:

মোট ম্যাচ: ৬

দক্ষিণ আফ্রিকার জয়: ৬

বাংলাদেশের জয়: ০

এশিয়ায় খেলা: ২ (দক্ষিণ আফ্রিকা ২, বাংলাদেশ ০)