পাঁচে পাঁচ জয়, ৬৮*, ৯, ৫১, ৭০ ও ৬৬, চার ফিফটি করে যা বললেন বাবর

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপেও পাকিস্তান অধিনায়ক বাবর আজম ব্যাটিংয়ে নামা মানেই যেন একটি ফিফটি। পাঁচ ম্যাচে তিনি ৬৬ ঘরে রান করেছেন ২৬৪। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি বাদে বাকি চারটি ম্যাচে করেছেন পঞ্চাশোর্ধ রান। পাক অধিনায়কের ইনিংস গুলো ৬৮*, ৯, ৫১, ৭০ ও ৬৬ রান।

গতকাল রবিবার সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্ট্রেডিয়ামে আগে ব্যাটিং করে বাবর আর শেষে অভিজ্ঞ শোয়েব মালিকের বিধ্বংসী ব্যাটিংয়ে ৪ উইকেটে ১৮৯ রানের পাহাড় গড়ে পাকিস্তান।

সেই রানের জবাবে ৬ উইকেটে ১১৭ রানে থেমে যায় স্কটল্যান্ডের ইনিংস। ৭২ রানের বিশাল জয়ে গ্রুপ-২-এর শীর্ষে থেকে বিশ্বকাপ সেমিফাইনালে গেল পাকিস্তান। তাদের প্রতিপক্ষ গ্রুপ-১-এর দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে যাওয়া অস্ট্রেলিয়া।

ম্যাচ শেষে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম বলেন, ‘আমরা সবাই একটি ইউনিট হয়ে খেলেছি। আমাদের সবার ওপরে সবার আত্মবিশ্বাস ও আস্থা রয়েছে। পরিকল্পনা ছিল গ্রুপ চাম্পিয়ন হওয়া।’

বাবর আজম বলেন, ‘আমরা ঠিক মতো পাওয়ার-প্লে ব্যবহার করতে পারিনি। কিন্তু এরপর হাফিজ ভাই ও আমার মধ্যে পার্টনারশিপ গড়ে ওঠে। পরে শোয়েব ভাই যেভাবে শেষ করেন! তিনি তার অভিজ্ঞতার প্রতিফলন ঘটিয়েছেন।’

বাবর আরও বলেন, ‘যেভাবে আমরা খেলেছি, আমরা আত্মবিশ্বাস পেয়েছি। সেমিফাইনালেও এই ধারা অব্যাহত রেখে খেলার চেষ্টা করবেন জানিয়ে বাবর আজম বলেন, দুবাই অন্যতম সেরা স্টেডিয়াম। প্লেয়ার হিসেবে যখন আপনি গ্যালারিভর্তি দর্শকের সামনে খেলবেন এবং তারা আপনার জন্য হর্ষধ্বনি দেয়, তখন আত্মবিশ্বাস বেড়ে যায়।’