পাকিস্তানকে ১২৮ রানের টার্গেট দিল বাংলাদেশ

বিশ্বকাপে ভরাডুবির পর একাদশে বড় পরিবর্তন নিয়ে আজ পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ।

টস জিতে ব্যাট হাতে নেমেই চরম বিপদে পড়ে মাহমুদউল্লাহ বাহিনী। তবে আফিফ, সোহান ও মেহেদীর তিনটি ঝড়ো ইনিংসে কোনোমতে দলীয় সংগ্রহ ১০০ পার করতে পেরেছে বাংলাদেশ।

নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট ১২৭ রান সংগ্রহ করেছে টাইগাররা।

বিশ্বকাপ শেষেও পাওয়ার প্লেতে ব্যাটিংয়ে বাংলাদেশের ভোগান্তি শেষ হয়নি। একের পর এক বাজে শটে ফিরেছেন টপ অর্ডারের চার ব্যাটসম্যান।

লড়াইয়ের মানসিকতাটুকু পর্যন্ত দেখাতে পারছিল না বাংলাদেশ দল।

শুরুতে বাংলাদেশ শিবিরে আঘাত হানেন হাসান আলি। তার প্রথম ও ম্যাচের দ্বিতীয় ওভারেই আউট হয়ে গেলেন ওপেনার নাঈম শেখ।

যে বল ওয়াইড হতেই পারত, সেই বলে ব্যাট চালিয়ে উইকেট উপহার দিলেন মোহাম্মদ নাঈম শেখ। দ্বিতীয় ওভারেই প্রথম সাফল্য পেল পাকিস্তান।

অফস্টাম্পের বাইরের বলে ব্যাটের কানায় ছুঁয়ে সোজা চলে যায় উইকেট কিপার মোহাম্মদ রিজওয়ানের হাতে।

৩ বলেই ১ রান করে সাজঘরে ফেরেন নাঈম।

নাঈমের বিদায়ের পর যেন তার অনুসরণ করলেন সাইফ হাসান। ৩য় ওভারে মোহাম্মদ ওয়াসিমের করা শেষ বলে ফখর জামানের হাতে ক্যাচ তুলে দেন সাইফ। ৮ বল খেলে মাত্র ১ রানে আউট হয়ে ফিরলেন লিটন দাসের বদলে একাদশে জায়গা পাওয়া সাইফ।

দীর্ঘদিন পর একাদশে সুযোগ পেয়ে পারলেন না নাজমুল হাসান শান্তও। তিনিও নিজের উইকেট বিলিয়ে দিয়ে এলেন।

পরের ওভারেই ওয়াসিমের দ্বিতীয় শিকারে পরিণত হন তিনি।

বিস্তারিত আসছে…