পাকিস্তানের অনুশীলনে পতাকা টানানোর কারণ জানা গেল

সোমবার (১৫ নভেম্বর) মিরপুরে প্রথমদিনের অনুশীলন করেছে বিশ্বকাপ মাতিয়ে আসা দলটি। এ সময় অনুশীলন মাঠে দেখা যায় পাকিস্তানের পতাকা। ম্যাচ চলাকালে আনুষ্ঠানিকভাবে দুই দলের পতাকা টানানোর রীতি থাকলেও অনুশীলনে পতাকা টানানোর কোনো রীতি নেই। মিরপুর একাডেমি মাঠে পাকিস্তানের দুটি পতাকা উড়তে দেখে তাই অনেকেই হলেন বিস্মিত, কেউ কেউ প্রকাশ করলেন অসন্তোষ।

তবে অনুশীলনে পাকিস্তানের পতাকা টানানোর ঘটনা এর আগেও করেছে পাকিস্তান। ২০২১ বিশ্বকাপ থেকে এর প্রচলন ঘটিয়েছে পাকিস্তান। বিশ্বকাপ চলাকালে দলটির কোচ সাকলাইন মুশতাক এর কারণও বলে দিয়েছেন।

সাকলাইনের কারণ হইবে উল্লেখ করেন, ‘এই দলটি পুরো জাতিকে প্রতিনিধিত্ব করছে। পতাকা খেলোয়াড়দের মনে করিয়ে দেয়, ২২০ মিলিয়ন মানুষ একতাবদ্ধ হয়েছে, আমাদের জন্য গলা ফাটাচ্ছে। আমরা সবাই একতাবদ্ধ। ক্রিকেট বিশ্বকে এটা বোঝানোর জন্যই এই অভিনব উদ্যোগ।’