পাকিস্তান পতাকা ওড়ানোয় বিসিবি সভাপতি-ক্রীড়া প্রতিমন্ত্রীর পদত্যাগ দাবি

মিরপুরে অনুশীলনের সময় পাকিস্তান ক্রিকেট দল নিজেদের জাতীয় পতাকা ওড়ানোয় এবং বিজয় দিবসে মওলানা ভাসানী স্টেডিয়ামকে হকিতে ভারত-পাকিস্তানের ফাইনাল ম্যাচের ভেন্যু ঠিক করায় তীব্র নিন্দা জানিয়েছেন ৪০ বিশিষ্ট নাগরিক।

এমন ঘটনায় সরকারের নীরবতা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। পাশাপাশি পদত্যাগ চেয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন ও হকি বোর্ডের। সেই সঙ্গে পাকিস্তান সরকারের দিক থেকে ক্ষমা ও ভুল স্বীকারের আনুষ্ঠানিক বার্তাও আশা করছেন তারা।

এক প্রতিবাদলিপিতে রোববার এই দুই ঘটনায় নিজেদের অবস্থান তুলে ধরেছেন ৪০ বিশিষ্ট নাগরিক। প্রতিবাদের অংশ হিসেবে দেশের বিশিষ্ট ব্যক্তিদের সাক্ষ্যগ্রহণ এবং সোমবার শহীদ মিনারে প্রতিবাদ সভার ডাক দিয়েছেন তারা।