পাকিস্তানের বিপক্ষে ওপেনার হিসেবেই খেলবেন জয়

বাংলাদেশের ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র জয়। এই পর্যন্ত অনেক রেকর্ড নিজের করে নিয়েছেন এই তারকা ক্রিকেটার।

নতুন খবর হচ্ছে, পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াডে দুই নতুন মুখের একজন মাহমুদুল হাসান জয়। টেস্ট শুরুর আগেরদিন অধিনায়ক মুমিনুল হক জানালেন এই ব্যাটারকে দলে নেওয়া হয়েছে ব্যাকাপ ওপেনার হিসেবে। একাদশে সুযোগ মিললে সেটা ওপেনার হিসেবেই পাবেন জয়।
১৬ সদস্যের স্কোয়াডে ওপেনার মাত্র দুইজন সাইফ হাসান ও সাদমান ইসলাম। ফলে চোট কিংবা অন্য কোনো কারণে একজন ওপেনার ছিটকে গেলে তার বিকল্প হিসেবে কে খেলবে তা নিয়ে ছিলো প্রশ্ন।

আজ (২৫ নভেম্বর) ম্যাচ পূর্ববর্তী দিন সংবাদ সম্মেলনে সেটারই উত্তর দিলেন অধিনায়ক মুমিনুল। আগামীকাল (২৬ নভেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে গড়াবে ২ ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি।

সিরিজ সামনে রেখে গত দুই দিন আনুষ্ঠানিক অনুশীলনে ব্যস্ত সময় পার করেছে বাংলাদেশ দল। নতুন মুখ জয়কে নিয়ে টিম ম্যানেজমেন্টের তৎপরতা ছিলো দেখার মতো। কোচরা আলাদা করে কাজ করেছেন লম্বা সময় ধরে।

যা দেখে আভাস পাওয়া যায় প্রথম ম্যাচের একাদশে তার জায়গা পাওয়ার সম্ভাবনা প্রবল। যদিও মুমিনুল সাফ জানালেন যুব বিশ্বকাপ জয়ী দলের এই সদস্য কেবল ওপেনার হিসেবেই সুযোগ পাচ্ছেন।

মুমিনুল বলেন, ‘জয়কে ব্যাকাপ ওপেনার হিসেবেই নেওয়া হয়েছে। সে খেললে ওপেনার হিসেবেই খেলবে।’