পাকিস্তানে গুলি করে মেরে ফেলল বাংলাদেশিকে

পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হবার পর প্রায় অর্ধশত বছর হতে চললেও দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্কের উন্নতি হয়নি।

নতুন খবর হচ্ছে, পাকিস্তানে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয়েছে। দেশটির করাচির কোরাঙ্গি এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে। স্থানীয় পুলিশ সোমবার এই তথ্য জানায় বলে মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য ডন।

করাচি শহরের কোরাঙ্গি এলাকার পুলিশ কর্মকর্তা (এসএইচও) সালিম শাহজাদ জানিয়েছেন, নিহত ওই ব্যবসায়ীর নাম শামসুদ্দিন। ৫৫ বছর বয়সী ওই ব্যক্তি অন্ধ ছিলেন এবং কোরাঙ্গির গরিব নওয়াজ চকে তিনি হত্যাকাণ্ডের শিকার হন। পরে তাঁর মৃতদেহ উদ্ধার করে জিন্নাহ পোস্টগ্রাজুয়েট মেডিকেল সেন্টারে নেওয়া হয়।

সালিম শাহজাদ আরও জানিয়েছেন, নিহত ওই ব্যক্তি অন্ধ ছিলেন। তিনি মূলত বাংলাদেশ থেকে এখানে এসেছিলেন এবং এখানে তাঁর পরিবারের কেউ নেই।

এই পুলিশ কর্মকর্তা জানান, নিহত শামসুদ্দিন কোরাঙ্গি এলাকায় আখের রস বিক্রি করতেন। প্রাথমিকভাবে শোনা যাচ্ছে যে, তাঁর ব্যবসার ওপরে হয়তো কারও কুনজর পড়েছিল।